নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - সঙ্গীতশিল্পী সোনু নিগমের বাবার বাড়ি থেকে গায়েব নগদ ৭২ লক্ষ টাকা।মূলত শিল্পীর বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা।সন্দেহের তীর প্রাক্তন এক গাড়িচালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। গতকাল শিল্পীর বাবা অগম কুমার নিগমের অনুপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
মুম্বাইয়ের বাড়িতে বসবাস করেন সোনু নিগমের বাবা অগম নিগম। গত ১৯-২০ মার্চ এই বাড়ি থেকে ৭২ লক্ষ টাকা চুরি হয়েছে।মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ওশিয়ারায় থাকেন সোনু নিগমের বাবা। গত ১৯-২০ মার্চ এই বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। বুধবার ওশিয়ারা থানায় মামলা দায়ের করেছেন সোনু নিগমের বোন নিকিতা।
এই বিষয়ে নিকিতা জানান, রেহান নামে একটি ছেলেকে গাড়ি চালকের চাকরিতে রেখেছিলেন বাবা। প্রায় আট মাস কাজ করেছে সে। কিন্তু তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। গত রোববার দুপুরের খাবার খেতে ভারসোভার বাড়িতে যান বাবা। সেখান থেকে ওশিয়ারার অ্যাপার্টমেন্টে ফিরেন। এদিন সন্ধ্যার দিকে বাবা আমাকে ফোন করে জানান, আলমারি থেকে ৪০ লাখ রুপি চুরি হয়েছে। পরের দিন, ভাইয়ের বাড়িতে যান বাবা। বাড়িতে ফিরে দেখেন ৩২ লক্ষ নেই অথচ সিন্ধুকের কোনো ক্ষতি হয়নি।
এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখেছেন নিকিতা ও তার বাবা। তারা জানিয়েছেন, ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছেন গাড়ি চালক রেহান, আবার ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। সোনু নিগমের বাবা রেহানকে সন্দেহ করছেন। তার ধারণা, ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় প্রবেশ করে চুরি করেছেন রেহান।তাই ইন্ডিয়ান পেনাল কোড ৩৮০, ৪৫৪ ও ৪৫৭ ধারায় মামলা করেছেন নিকিতা। অভিযোগ আমলে নিয়ে এই বিষয়ে তদন্ত শুরু করেছে ওশিয়ারা থানা পুলিশ।
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ