নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - শনিবার বাসন্তীর ভারতীর মোড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী ব্লকের আমঝাড়া পঞ্চায়েতের ভারতীর মোড় সংলগ্ন ৮ তিতকুমার এলাকার খান পাড়ার বোমা বিস্ফোরণ কান্ডের তদন্তে নেমে দুজন কে গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান।ধৃতদের কে পুলিশ হেফাজত চেয়ে রবিবার আদালতে তোলা হয়েছে পুলিশের তরফে। এদিকে এই ঘটনায় তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য , শনিবার দুপুরে বাসন্তী ব্লকের আমঝাড়া পঞ্চায়েতের ভারতীর মোড় সংলগ্ন ৮ তিতকুমার এলাকার খান পাড়ায় মনিরুল খান এর বাড়িতে বোমা তৈরি করছিলো বেশকিছু দুষ্কৃতী। আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় চারজন। এদিকে ঘটনার পর ক্যানিংয়ের এসডিপিও সহ বাসন্তী থানার পুলিশ এলাকায় যায়। তারপরেই মনিরুল খাঁ এবং আব্দুল মজিদ খাঁকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে জানা গেছে , তৃণমূলের একটি সভাকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয় কিছুদিন আগে। তার রেশ ছিলই। তার জেরে পঞ্চায়েত সদস্য হাবিবুল্লার বাড়িতেও বোমাবাজি হয়েছিল বলে অভিযোগ। এর বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে সেসময় মনিরুলকে গ্রেফতার করা হয়নি। সেই মনিরুলের বাড়িতেই শনিবার বোমা বিস্ফোরণ হয়।
এদিকে আজকে পুলিশের গাড়িতে ওঠার সময়েই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মনিরুল খাঁ।বিস্ফোরণের দোষ কবুল করে পঞ্চায়েত সদস্যের দিকেই আঙুল তোলেন মনিরুল। তাকে প্রশ্ন করা হয়, বোমা বাঁধার জন্য তারা কোনও বরাত পেয়েছিলেন কিনা? মনিরুল বলেন, 'হাবিবুল্লা খানরা এসব করছে। প্রধান আমাদের সঙ্গে রয়েছে। প্রধানের নির্দেশে হয়নি কিছুই। মোকিব খান, হাবিবুল্লা খানরা এসব করেছে। আমি বাড়িতে ছিলাম না। ওরা চক্রান্ত করে এসব করেছে।'
যদিও যুব তৃণমূল নেতা ও আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার এলাকার পঞ্চায়েত সদস্য হাবিবুল্লা জানিয়েছেন,'মাদার গোষ্ঠীর লোকজন সর্বক্ষণ অশান্তি পাকাতে চায়। আমরা মানুষের পাশে থাক তে চাই। কিন্তু মনিরুলরা তোলাবাজি দল করে, মাদার গোষ্ঠী।'
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা