হাতের আঙুলেই তৈরি পশু-পাখির মুখ! অবিস্মরণীয় সৃষ্টি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো বালুরঘাটের স্নিগ্ধা

অক্টোবর ২৯, ২০২১ দুপুর ১২:০৯ IST
617b811402bd3_IMG_20211029_103023

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল বালুরঘাটের মেয়ের। হাতের ওপর বিভিন্ন পশু পাখির মুখ এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল বালুরঘাট রথতলা নিবাসী শিব শঙ্কর চৌধুরীর মেয়ে স্নিগ্ধা সমাদ্দার।

গত বছর করোনা অতিমারীর জেরে দীর্ঘ লকডাউনের মধ্যেই কলকাতার একটি কলেজে বি ফার্ম নিয়ে পড়াশোনা করার সময় বাড়ি থেকেই অনলাইন ক্লাস শুরু হয়। বাকি সময়টা বাড়িতে বসে না থেকে কিছু শৈল্পিক কাজ করতে চেয়েছিলেন। তখনই রথতলার স্নিগ্ধার মাথায় আসে যে নিজের হাতে বা পায়ে পশু পাখির ছবি আঁকা যেতে পারে। সেইভাবেই তার পথচলা শুরু।

স্নিগ্ধা সংবাদমাধ্যমকে জানায় যে, প্রথম প্রথম সে ফেসবুকে নিজের আঁকার ছবি দিয়ে সুনাম অর্জন করতে থাকেন। তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তিনি মেল করেন তার এই অভিনব প্রতিভার রেকর্ডসে নাম লেখানোর জন্য। তারা তার মেলে সায় দিয়ে তাকে এরকম ১০টি ১০ রকমের আঁকার ভিডিও রেকর্ড করে পাঠাতে বলেছিল। সেই মতোই প্রথম থেকে ১০টি ১০ রকমের ভিডিও রেকর্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান স্নিগ্ধা আর এই ভিডিও রেকর্ড করার কাজে তাকে ক্রমাগত সাহায্য করে গেছেন তার মা।

স্নিগ্ধার এই কৃতিত্বে তার পরিবার - পরিজন, আত্মীয়, প্রতিবেশীরা যথেষ্ট খুশি হয়েছেন। বালুরঘাটের মতো একটি প্রত্যন্ত শহর থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলতে পেরে নিজেও যথেষ্ট খুশি স্নিগ্ধা।

 তার বাবা শিব শঙ্কর চৌধুরী বলেন যে ছোটবেলা থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিল স্নিগ্ধার। লকডাউনের সময় তার মেয়ে এই ইচ্ছা প্রকাশ করে, যেহেতু তিনি ব্যবসার কাজে সর্বক্ষণ ব্যাস্ত থাকতেন তাই  তাকে এই বিষয়ে যথেষ্ট সাহায্য করেছেন তার মা। তিনি মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত। ভবিষ্যতে স্নিগ্ধা আরো অনেক ভাল ভাল কাজ করুক এটাই আশা করছেন শিব শঙ্কর বাবু।

ভিডিয়ো

Kitchen accessories online