নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মা হতে যাওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট, যা বর্তমানে পরিণত হয়েছে বি-টাউনের অন্যতম আলোচ্য বিষয়ে।
এরইমধ্যে আসন্ন ছবি 'শামসেরা'র প্রচারে ব্যস্ত হয়ে পরেছেন রণবীর কাপুর। সেই প্রচারে এসেই এবার সন্তান সামলানোর প্রশিক্ষণ নিলেন অভিনেতা।
কিছুদিন আগেই স্টার পরিবার শোয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই জনপ্রিয় হিন্দি ধারাবাহিক অনুপমা খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে অবিভাবক হওয়ার টিপস নিলেন রনবীর। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে একটি পুতুলকে নিয়ে খাওয়ানো ও ন্যাপি পরানোর মতো যাবতীয় কাজ শিখছেন রণবীর কাপুর, ভিডিওটি সামনে আসতেই সেটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়েও অভিনেতাকে বলতে শোনা গিয়েছিল,' আমার ও আলিয়ার বাচ্চা খুবই প্রিয়। তাই দেরি না করে জলদিই সন্তানের প্ল্যান করে নিয়েছে। তবে আমাদের প্ল্যান একটাতে থেমে থাকা নয়, আরও সন্তান চাই আমরা। ' ২২ জুলাই মুক্তি পেতে চলেছে 'শামশেরা', এই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে।