নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর – সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা। অথচ আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবার। তাই আর্থিক সাহায্যের জন্য রোগীর পরিবারের কাতর আর্জি সাংসদ দেবের কাছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মির্জাপুর এলাকায়।
সূত্রের খবর , পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর অঞ্চলের মির্জাপুর এলাকায় বাসিন্দা মিতালী মান্না মাইতি। মাস ছয়েক আগে তার পুত্র সন্তান মায়াঙ্ক মাইতির জন্ম হয়।জন্ম থেকেই শিশুটি বিশেষভাবে সক্ষম। শিশুটির মুখের কিছু অংশ বিকলাঙ্গ। বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে পড়তে হয়েছে বিপাকে।
সব জায়গায় বলা হয়েছে শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকার। কিন্তু টাকার অভাব,তাই বাড়িতে রেখেই চলছে চিকিৎসা। কিন্তু আরo উন্নত ধরনের চিকিৎসা প্রয়োজন। তাই আর্থিক সাহায্যের জন্য রোগীর পরিবারের কাতর আর্জি জানালেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের কাছে।
ছোট্ট মায়াঙ্কের মা মিতালী মান্না মাইতি জানান, “আমার ছেলের জন্ম থেকেই মুখে সমস্যা আছে। ওর মুখের কিছু অংশ বিকলাঙ্গ। ডাক্তার বলেছেন অনেক গুলো প্লাস্টিক সার্জারি করতে হবে। যার জন্য অনেক টাকার দরকার। আমাদের অত সামর্থ্য নেই। তাই শেষে উপায় না দেখে ঘাটালের সাংসদ দেবের কাছে চিকিৎসার টাকার জন্য আর্জি জানিয়েছি।যাতে ছেলেটাকে সুস্থ করতে পারি।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের