আন্তরজাতিক নৃত্যে প্রতিযোগিতায় প্রথম হলেন 'দুই বেগম'

এপ্রিল ১১, ২০২১ রাত ০৮:২৬ IST
60730314ea65b_cd052cc3-0e5d-4fae-9967-9e9ee533da50

নিজস্ব প্রতিনিধি, পুর্ব মেদিনীপুর - ইন্টারন্যাশনাল নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করলেন পুর্ব মেদিনীপুরের চন্ডীপুরের দুই মেয়ে মিশ্রতা বেগম ও তনুজা বেগম। দুই বোনের কৃতিত্বে গর্বিত জেলাবাসী। 

গত ১৪ই মার্চ দুই বোন উড়িষ্যায় আয়োজিত ইন্টারন্যাশনাল নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। পরপর তিনদিন প্রতিযোগিতা চলার পর শেষে দুই বোন প্রথম স্থান অধিকার করেন। এরপর তারা দুজনেই আবেগপ্রবণ হয়ে জানিয়েছেন, এই প্রথম তারা রাজ্যের বাইরে গিয়ে এত বড় নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং প্রথমবার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন, যা তাদের ভাবনার বাইরে ছিল। অষ্টম শ্রেণীর পড়ুয়া ওই দুই বোন জানিয়েছেন, ভবিষ্যতে তারা নাচ নিয়েই এগিয়ে যেতে চান। নাচ ছাড়াও তারা গান ও ভায়োলিন বাজাতেও ভালোবাসেন।

ভিডিয়ো

Kitchen accessories online