নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - জাবরাভিটা ভিআইপি রোডের বেহাল দশা! মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।তাই এবারে শুরু করা হয়েছে রাস্তা সংস্কারের কাজ।পাশাপাশি বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।কিন্তু সোমবার সকাল হতেই সেই রাস্তা দিয়ে পুরোপুরি ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হন ট্যাঙ্কার মালিক ও চালকরা।সোমবার সকাল থেকেই আইওসি রোডে গাড়ি চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , বেশ কিছুদিন আগেও দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছিল এক স্কুল পড়ুয়ার।এরপরই যেন নড়েচড়ে বসেছেন প্রশাসন।প্রথমে সকাল ও বিকেলে নিয়ম করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সোমবার হঠাৎই ভিআইপি রোড়ে সম্পূর্ণ রুপে তেলের ট্যাঙ্কার চলাচল বন্ধ করার নির্দেশ দেয় পুলিশ প্রশাসন।এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্যাঙ্কার চালক ও মালিকেরা। সোমবার সকাল থেকেই আইওসি রোডে গাড়ি চলাচল বন্ধ করেন তারা। পাশাপাশি তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এ বিষয়ে এক আন্দোলনকারী জানিয়েছেন, তাদের দাবি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই নিয়ম কেন হবে? সকল বড়ো গাড়ির ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত।পাশাপাশি প্রশাসন যতক্ষণ না সঠিকভাবে বিচার করবেন ততক্ষণ এই পথ অবরোধ চলবে।
তবে অবশেষে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস প্রদান করলে,তারা পথ অবরোধ তুলে নেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।