হ্যাক হওয়ার অত্যাধুনিক পথ আবিস্কার করে ইন্সট্রাগ্রামের কাছথেকে ৩৮ লক্ষ টাকা পুরস্কার পেলেন জয়পুরের ছাত্র

সেপ্টেম্বর ১৯, ২০২২ রাত ১০:৩৭ IST
632887ebf1f2e_Screenshot_2022_0919_193836

নিজস্ব প্রতিনিধি , জয়পুর - কোটি কোটি মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচালো ভারতীয় ছাত্র। এমনকি তার কাজের যোগ্য সম্মান দিলো  ইনস্টাগ্রাম। এই কাজের জন্য ইনস্টাগ্রাম থেকে ৩৮ লাখ টাকা পুরস্কার পেল জয়পুরের ছাত্র নীরজ শর্মা।

সূত্রের খবর, নীরজ ইনস্টাগ্রামে একটি বাগ খুঁজে পেয়েছিল যার কারণে লগইন এবং পাসওয়ার্ড ছাড়াই যে কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্টে থাম্বনেইল পরিবর্তন করা যেতে পারে। এরপরই এই ভুল সম্পর্কে ইনস্টাগ্রাম এবং ফেসবুককে জানায় নীরজ। এই দুই প্ল্যাটফর্ম থেকেও যখন তারা অনুসন্ধান চালায় তারা বুঝতে পারে  নীরজ সম্পূর্ণ সত্যি কথা বলেছে।

নীরজ জানায়, 'ফেসবুকে আর ইনস্টাগ্রামে একটি বাগ ছিল, যার মাধ্যমে যে কোনো অ্যাকাউন্ট থেকে রিলের থাম্বনেল পরিবর্তন করা যেত। অ্যাকাউন্টধারীর পাসওয়ার্ড যত শক্তিশালীই হোক না কেন সেটি পরিবর্তন করার জন্য শুধু অ্যাকাউন্টের মিডিয়া আইডির প্রয়োজন ছিল।'

এবছর জানুয়ারিতে নীরজ এই ত্রুটি খুঁজে পায়। এমনকি নীরজ  ৫ মিনিটে থাম্বনেইল পরিবর্তন করে তাদের দেখান। তারা তার রিপোর্ট অনুমোদন করে এবং ১১ মে রাতে সে ফেসবুক থেকে একটি মেল ​​পায় যাতে  তাকে জানানো হয় তাকে ৩৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরস্কার দিতে চার মাস দেরি হওয়ায় তার বোনাস হিসেবে আর ৩ লাখ টাকা দিয়েছে ফেসবুক।

ভিডিয়ো

Kitchen accessories online