নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - পরিবারের অভাব মেটাতে তিনি পাড়ি দেন সুদূর বিদেশ সৌদি আরবে। কিন্তু কাজ সেরে দেশের মাটিতে আর পা রাখা হলো না তার। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দাঁড়ালো হাট জাজিয়ারের বাসিন্দা আবু তালেব মুন্সী সৌদি আরবে মেকানিকের কাজ করতেন। সেই কাজের দরুনই একটি দুর্ঘটনায় তার প্রাণ যায়। তারই মৃতদেহ দেশে ফেরানোর আর্জি জানিয়েছে তার পরিবার। কিন্তু সেখান থেকে দেহ দেশে ফেরাতে এখনো প্রায় ১ থেকে ২ মাস লাগবে শুনে হতাশায় ভেঙে পরেছে পরিবার।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে , আবু তালেব তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে স্ত্রীর বাপের বাড়িতেই থাকতেন। পরিবারের অভাব মেটাতে সেখান থেকেই সকলে তাকে বিদেশে কাজে যাওয়ার পরামর্শ দেন। সেইমতো সে সৌদি আরবে গিয়ে একটি মেকানিকের কাজ করতে থাকেন। সেই কাজ করতে গিয়েই একটি দুর্ঘটনায় সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে পরিবারে।
মৃত ব্যক্তির পরিবার সেখানকার কর্তৃপক্ষকে আর্জি জানান তারা যেন আবু তালেবের দেহটি দেশে ফেরানোর ব্যবস্থা করেন। কর্তৃপক্ষ প্রথমে আশ্বাস দিলেও অভিযোগ এখন তাদের দাবি , আবু তালেবের দেহ ফেরাতে তাদের দেড় থেকে ২ মাস সময় লাগবে। এই ঘটনায় আরও বেশি হতাশায় ভেঙে পরেন পরিবারের সকলে। মৃতের মা বাবা এই বিষয়ে সংবাদ মাধ্যমের দ্বারা প্রশাসনের কাছে আবেদন করেছেন যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের ছেলের দেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে দেন।
এপ্রসঙ্গে মৃতের বাবা জানান, আবু আরবে গাড়ি সাড়াই আর ঠিকাদারের কাজ করত। আমাদের কাছে একদিন খবর আসে ওই কাজ করতে গিয়েই অ্যাকসিডেন্টে মারা যায় আমাদের ছেলে। যেখানে কাজ করতো সেখানকার লোকেদের আমরা বলেছিলাম যদি ওখানে তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করা যায়। প্রথমে তারা বলেন যে দেহ পাঠানোর অবস্থাতে আছে তাই ওরা দেশে ফিরিয়ে দেবে। কিন্তু এখন তারা বলছে এই দেহ ফেরাতে নাকি তাদের দেড় ২ মাস সময় লাগবে। আমাদের সরকারের কাছে একটাই আবেদন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। শেষবারের মতো একবার তাকে যেন দেখতে পাই আমরা , আর সুষ্ঠ ভাবে তার শেষকৃত্য করতে পারি, সেই ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা