সৌদি আরবের কাছে হার, এশিয়ান গেমস থেকে বিদায় সুনীলদের

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ০৯:৩৮ IST
6515a4c0c99df_WhatsApp Image 2023-09-28 at 21.23.35_1a169268

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসের শুরু থেকেই নড়বড়ে ছিল ভারতীয় পুরুষ ফুটবল দল। মায়ানমারের বিরুদ্ধে ড্র করে নকআউট নিশ্চিত করেছিল সুনীলের ভারত। বৃহস্পতিবার সৌদি আরবের কাছে ২-০ ব্যবধানে হেরে গেল ব্লু টাইগার্সরা। এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে।

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে সৌদির হয়ে গোল করেন তরুণ স্ট্রাইকার মহম্মদ খালি মারান। তিনি আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ। কার্যত তার করা গোলেই স্বপ্নভঙ্গ ভারতের। গোলের খাতাই খুলতে পারেনি ভারত। স্কোরলাইন ২-০। একরাশ হতাশা নিয়ে দেশে ফিরতে হচ্ছে সুনীলদের।

এই নিয়ে এশিয়ান গেমসের মঞ্চে দুবার মুখোমুখি হয়েছিল ভারত ও সৌদি আরব। শেষবার ১৯৮২ সালে দিল্লিতে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এশিয়ার এই দুই দেশ। সেবার ১-০ ব্যবধানে জিতেছিল সৌদি আরব।

ভিডিয়ো

Kitchen accessories online