একগুচ্ছ প্রতিশ্রুতি সহ ভোটপ্রচারে পাহাড়পুরের লড়াকু তৃণমূল নেতা সৌমিক হোসেন

মার্চ ১৯, ২০২১ রাত ০৮:৪৯ IST
6054b854dad77_download (1)

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ- ভোটপ্রচারে সৌমিক হোসেন। শুক্রবার মুর্শিদাবাদের রানীনগর ১ নম্বর পাহাড়পুর অঞ্চলে ভোটের প্রচারে খেলা হবে স্লোগানের সঙ্গে মহামিছিল বের করলেন সৌমিক হোসেনের অনুগামীরা। রানীনগর ১ নম্বর বিধানসভার হয়ে নির্বাচন লড়ছেন এই লড়াকু তৃণমূল নেতা। এদিন পাহাড়পুর অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান সৌমিক বাবু। এলাকাবাসী তাঁকে মালা পড়িয়ে, মিষ্টি খাইয়ে, ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। 

তাঁর অভিযোগ, অধীর চৌধুরী এলাকার উন্নয়নের কথা বলেন না। অধীর চৌধুরীকে কটাক্ষ করে তিনি বলেন, ভোটের সময় না ডাকলেও চলে আসেন কিন্তু ভোটের পর আর খবর পর্যন্ত নেন না। তাঁর মন্তব্য, সিপিএম- কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। এলাকার উন্নয়ন প্রসঙ্গে সৌমিক বাবু জানিয়েছেন, এলাকার রাস্তাঘাট দরকার। সে বিষয়ে তারা নজর দেবেন। এছাড়াও সুপার স্পেশালিটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে তাদের এবং মানুষের চাহিদা অনুযায়ী তারা কাজ করতে চান।      

ভিডিয়ো

Kitchen accessories online