নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া – রাজ্যের অনান্য জেলার মত পুরুলিয়া জেলা জুড়েও করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫১৩। এই পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে জেলা প্রশাসনের। অবশ্য অন্যদিকে দ্রুত গতিতে পুরুলিয়া জেলা জুড়ে টিকাকরণ চলছে, বাড়ানো হয়েছে পরীক্ষার সংখ্যা।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার পুরুলিয়া জেলা শাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন পুরুলিয়া জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায় ও পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সহ স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা। ওই বৈঠকে করোনা পরিস্থিতি বাড়ার বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে, তেমনি কিভাবে মানুষের মধ্যে আরও সর্তকতা বাড়ানো যায় এবং মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারে জোর দেওয়া যায় সেই বিষয় আলোচনা হয়েছে। পাশাপাশি যাতে সাধারণ মানুষ দূরত্ব বজায় রেখে চলে সে বিষয়েও জোর দেওয়া হয়।
পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় পর্বে পুরুলিয়ায় হু হু করে বাড়ছে করোনা। কিন্তু এখনও অনেকটাই সচেতনতার অভাব দেখা গিয়েছে। পুরুলিয়ার জেলা স্বাস্থ্য আধিকারিক অনিল কুমার দত্ত বলেন, পুরুলিয়া করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে। তবে আমরা পরীক্ষার সংখ্যা বাড়িয়েছি। প্রতিদিন হাজারের বেশি পরীক্ষা করা হচ্ছে। একই সাথে চলছে টিকাকরণ।
ছবিটি নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
জিটিএ নির্বাচনের ফল প্রকাশ আগামী ২৯ শে জুন
সেতুর নামকরনে থাকছে না কোনো ব্যক্তির নাম
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
বাইরে গিয়ে ধর্ষণের দাবি যাতে না করতে পারে , তার জন্য সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
সেনসেক্স ও নিফটির সূচক উভয়ই নিম্নমুখী
নির্ধারিত সময়ের আগেই রাজভবনে হাজির মুখ্যসচিব
ONGC তে অসম ও ত্রিপুরা ওয়ার্ক সেন্টারে ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান পদে ২৩০ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করছে
৩ জুন পর্যন্ত ATS হেফাজতে অভিযুক্ত লস্কর জঙ্গি
সিবিআইয়ের তরফ থেকে সম্পত্তির হিসাব চাইতেই মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী
মামা বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু শিশুর ,শোকে পাথর গোটা পরিবার
বিক্ষোভ সরাতে গিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি , ফের উত্তপ্ত স্বাস্থ্যভবন
স্ত্রীর বান্ধবীকে কুপ্রস্তাব দেওয়ায় মদ খাইয়ে গলা কেঁটে খুন , গ্রেফতার ৩