মালদায় এলেন পুলিশের বিশেষ আধিকারীক অনিল কুমার শর্মা

মার্চ ২০, ২০২১ দুপুর ০৪:৩৭ IST

নিজস্ব প্রতিনিধি, মালদহ - মালদায় এলেন নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত পুলিশের বিশেষ আধিকারীক অনিল কুমার শর্মা। 

আজ মালদা বিমান বন্দরে নামেন তিনি। এর পরে সড়ক পথ ধরে মালদার নারায়নপুর এলাকার একটি বেসরকারী হোটেলে চলা বৈঠকে যোগ দেন তিনি । 

শনিবার দুপুরে,  মালদা, মুর্শিদাবাদ,উত্তর দিনাজপুর ও দক্ষিন দিনাজপুরের সমস্ত রাজনৈতিক দল ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবার কথা আছে অনিলের। 

ইতিমধ্যেই মালদার সমস্ত রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন পুলিশের এই বিশেষ আধিকারীক। সূত্রানুযায়ী,প্রতিটি দলকে দশ মিনিট করে সময় দেওয়া হয়েছে কথা বলার জন্য। 

এই বৈঠক শেষ হলেই মালদা শহর জেলার পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করবার কথা আছে অনিল কুমার শর্মার ।

ভিডিয়ো