নিজস্ব প্রতিনিধি, মাদ্রিদ – একটা সময় ভারতের জাতীয় দলে দাপিয়ে খেলতেন বাংলার ফুটবলাররা। ভারতীয় কিংবদন্তী ফুটবলারদের জন্ম হয়েছে এই বাংলাতেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন সবই ফিকে হয়ে যেতে বসেছে। দিনে দিনে হারিয়ে যেতে বসেছে বাংলার প্রতিভা। বর্তমানে ভারতীয় দলে হাতে গোনা কয়েকজন বাঙালি ফুটবলার রয়েছেন। বাংলার প্রতিভাকে তুলে আনতে বড়সড় পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে বাংলায় ফুটবল অ্যাকাডেমি তৈরি করতে চলেছে লা লিগা।
এখন বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বৃহস্পতিবার বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনা সারলেন তিনি। দিন কয়েকের মধ্যেই রাজ্যে আসবে লা লিগার প্রতিনিধি দল। তখন জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। ফুটবল অ্যাকাডেমি তৈরির জন্য জমি দেবে রাজ্য সরকার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমাদের সঙ্গে লা লিগার কর্তাদের আলোচনা হয়েছে। আলোচনার শেষে দুই পক্ষের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন এবং একটি ফুটবল অ্যাকাডেমি গড়বেন। আমাদের তরফ থেকে সবরকম সাহায্য করা হবে। আমি শুধু চাই বাংলার ফুটবলের উন্নয়নে একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক’। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘শুধু বাংলা নয়, গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশা করি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে। কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত’।
ভারত – ১
মায়ানমার – ১
ম্যাচের শেষে ফলাফল ১৬-২৫, ২৫-১৮, ২৫-১৭
হাওড়া-রাঁচি ও হাওড়া-পাটনা দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গ
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী