নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিষাদের সুর চারিদিকে, তারই মাঝে শারদোৎসবের শেষ লগ্নে মন্ডপে মন্ডপে সিঁদুর খেলার মাধ্যমে মেতে উঠলেন সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের তারকারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর দশমী উদযাপনের ছবি। মুম্বাইয়ের সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন রানী মুখার্জীও। এবার নেট মাধ্যমের সামনে এলো শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁদুর খেলার ছবি। বিজয়ার এই বিশেষ দিনটি সপরিবারে উদযাপন করলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমীর একাধিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। যেখানে লাল পাড়ে সাদা শাড়িতে ট্রেডিশনাল সাজে ঠাকুর বরণ করতে দেখা গিয়েছে শুভশ্রীকে। পাশাপাশি সাদা ধুতি পাঞ্জাবিতে খুদে ইউভানের ঢাক বাজানো, দেবী দুর্গাকে প্রণাম করার মিষ্টির ছবিও পোস্ট করেছেন পরিচালক। এদিন বাড়ির সদস্যদের সঙ্গে দেবী দুর্গাকে বরণ করে বিসর্জনের আগে ঢাকের তালে পা মেলাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনরা তাদের ছবিগুলিকে ভরিয়েছেন ভালোবাসায়। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ' বৌদি ক্যান্টিন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলী ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। নারীর ক্ষমতায়ন নিয়ে ভিন্ন স্বাদের এই গল্প মুক্তির পরই প্রশংসিত হয়েছে গোটা দর্শকমহলে।