অমৃৎ মহোৎসব-১৩ , তিরঙ্গা উড়িয়ে কাশ্মীরে উদ্বোধন করা হলো বিশ্বের সবথেকে উঁচু রেল সেতু

আগস্ট ১৪, ২০২২ দুপুর ০১:২০ IST

নিজস্ব প্রতিনিধি , শ্রীনগর - ট্রেন চলাচলের জন্য বিশ্বের সবথেকে উঁচু সেতু তৈরি হল ভারতে। জম্বু কাশ্মীরের রিয়াসি জেলায় বাক্কল ও কৌরির মাঝে চীনাব নদীর উপরে অবস্থিত এই ব্রিজ।১১১ কিলোমিটার লম্বা এই ব্রিজ যা শ্রীনগরকে যুক্ত করছে ভারতের সঙ্গে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিরঙ্গা কর্মসূচি পালন করা হয় এই ব্রিজে। উড়তে দেখা যায় ভারতীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু রেলওয়ের আধিকারিকরা। ব্রিজটি ভারতীয় রেলওয়ের ইতিহাসে একটি মাইলস্টোন হিসেবে লিখিত থাকবে।

সূত্রের খবর , ২০০৪ দলে শুরু হয়েছিল এই রেলওয়ে ব্রিজ তৈরির প্রকল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার ওপরে অবস্থিত এই ব্রিজ দিল্লির কুতুব মিনারের থেকেও পাঁচগুণ বেশি উঁচু। আইফেল টাওয়ারের থেকে বেশি উঁচু ৩৫ মিটার। ব্রিজ তৈরির কাজ প্রায় শেষ। এবার ওই ব্রিজের উপর ট্রেন চলাচলের লাইন পাতা হবে।

আগামী নভেম্বরের মধ্যেই লাইন পাতার কাজ সেরে ফেলা হবে। একাধিক বার কাজ শেষের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রকল্পটি তৈরি করার জন্য ধার্য করা হয়েছিল ৫৫০ কোটি টাকা। তবে বর্তমানে ১১০০ কোটি টাকার বেশি ব্যয় হয়ে গেছে। এই ব্রিজের ওপরই কোথাও সুরঙ্গ বানানো হচ্ছে আবার কোথাও রেল লাইনের পাত বসানো হচ্ছে বর্তমানে। ব্রিজের ৫৮ কিলোমিটার অংশ যাচ্ছে সুরঙ্গের ভিতর দিয়ে। পিরপাঞ্জালের পাহাড় থেকে এই সুরঙ্গ বানানো হয়েছে।

ভারতীয় ইঞ্জিনিয়াররা অসাধারণ কাজ করেছেন অসম্ভবকে সম্ভব করে তুলতে। ১৮ বছরেরও বেশি সময় ধরে তৈরি এই ব্রিজ ১০০ বছরেরও বেশি সময় অক্ষুন্ন থাকবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। তাদের দাবি, ঘন্টায় ২৬০ কিলোমিটার বেগে হাওয়া চললেও এই ব্রিজের কোন ক্ষতি হবে না। উন্নত প্রযুক্তিতে তৈরি হওয়া এই ব্রিজে কোন সময় মরচে ধরবে না, তার ফলে দুর্বল হবে না ব্রিজটি। এমনকি বোমা বিস্ফোরণ হলেও এই ব্রিজের খুব ক্ষয়ক্ষতি হবে না, তখনও ধীরগতিতে  চলতে পারবে ট্রেন।কাজ প্রায় শেষের দিকে। আর কয়েক দিনের মধ্যেই এই ব্রিজের উপর দিয়ে দ্রুতগতিতে ট্রেন ছুটতে দেখতে পারবেন ভারতবাসী।

 

ভিডিয়ো

Kitchen accessories online