নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - আজ নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তী।তাই রাজ্যের সমস্ত জায়গায় আজ সাড়ম্বরে পালিত হচ্ছে তাঁর জন্ম বার্ষিকী। এদিন লেকটাউনের শ্রীভুমিতে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোসের উদ্যোগে পালিত হল নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী। শ্রীভুমির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। নেতাজির মূর্তিতে মাল্যদানের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সৌগত রায় এবং সুজিত বসু।
সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যের প্রস্তাবিত নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নেতাজি ও আইএনএ'র ওপর ট্যাবলো যেভাবে কেন্দ্রীয় সরকার বাতিল করল, তা সত্যি লজ্জা ও ধীক্কারজনক। কেন্দ্রীয় সরকার নেতাজির এই ট্যাবলো নিয়ে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরন করেছে।
এছাড়াও দিলীপ ঘোষের একটি কথার প্রসঙ্গে সৌগত বাবু জানান, 'আমি এই মূর্খ দিলীপ ঘোষের কথার জবাব দিতে ক্লান্ত'।মমতা বন্দোপাধ্যায়ের সরকার এই ১০ বছরে রাজ্যের পক্ষে নেতাজিকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করতে যতটুকু করা সম্ভব তার সবটুকুই করেছে। রাজ্যের কাছে নেতাজি সম্পর্কিত যতগুলো দলিল ছিল তা প্রকাশ করেছে রাজ্য সরকার।
তিনি আরও বলেন, কেন্দ্র যেমন গান্ধীজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে, ঠিক সেভাবেই নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষনা করার দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কথা বলার পরই কার্যত তেড়ে-ফুঁড়ে ওঠেন দিলীপ ঘোষ।সৌগত বাবু জানান, দিলীপ ঘোষেরও উচিত ছিল তাদের সঙ্গে এই বিষয়ে একমত হওয়া। কিন্তু দিলীপ ঘোষের এই আচরন, বাঙালী হিসেবে সত্যি লজ্জাজনক।
সৌগত রায় এদিন দিলীপ ঘোষের অবসরপ্রাপ্ত সেনাদের পেনশন সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, এখনও অনেক অবসারপ্রাপ্ত সেনা রয়েছেন যারা এখনও ওআরোপি পাচ্ছেন না। সেটা যাতে দিলীপ ঘোষ খোঁজ নিয়ে দেখেন সেই কথাও বলেন তিনি।
সাংসদ বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীদের কিছু না জানিয়ে সরাসরি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিল। তাই রাজ্য সরকার এর বিরোধিতা করেছে। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দালালি করে কেন্দ্রকে কি চিঠি লিখবেন তাতে রাজ্যের কিছু যায় আসে না।
এছাড়াও এদিন দিলীপ ঘোষের বিশ্বব্যাঙ্কের ঋণ প্রসঙ্গে করা মন্তব্যের প্রসঙ্গে সৌগত রায় জানান, দিলীপ ঘোষ মূর্খ , তাই বিশ্বব্যাঙ্কের ঋণ সম্পর্কে তার কোন জ্ঞান নেই। রাজ্যের পুরনো প্রকল্পগুলোর ভিত্তিতেই ঋণ দিয়েছে বিশ্বব্যাঙ্ক। আর এটি রাজ্য সরকারের বিভিন্ন কৃতিত্বেরই স্বীকৃতি।
সম্প্রতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন ত্রিপুরাতে তৃণমূল শান্ত্বনা পুরস্কার পেলেও গোয়াতে তারা একটি সিটও পাবে না। গোয়াতে তৃণমূলের কোন নেতা নেই, তাই বাংলা থেকেই নিয়ে যেতে হচ্ছে নেতাদের। সৌগত রায় এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, গোয়ার প্রাক্তন দুইজন মুখ্যমন্ত্রীর মধ্যে একজন তৃণমূলের হয়ে নির্বাচনে লড়বেন। তিনি অত্যন্ত আশাবাদী গোয়ার নির্বাচন নিয়ে। গোয়াতে তৃণমূল ভালো ফল করবে, এমনটাই জানান সাংসদ।
এদিন সুজিত বোসও কেন্দ্রকে ধিক্কার জানিয়ে বলেন, নেতাজির ট্যাবলো বাদ দেওয়া, বাঙালির অনুভূতিকে কষ্ট দেওয়া। এই ঘটনা সত্যি দুঃখজনক বলে জানান বিধাননগরের বিধায়ক।
মেয়রের হুঁশিয়ারি অমান্য করেই মানুষের চলাচলের রাস্তা দখল করে তৈরি করছে অবৈধ নির্মাণের অভিযোগ
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
লুঠের ভাগ নিয়ে রাস্তায় মারপিট হচ্ছেও তৃণমূলের মধ্যে , তোপ বিজেপির
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
পড়ুয়াদের জন্য নেই সঠিক মিড ডে মিলের ব্যবস্থা টুকুও
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি