নিজস্ব প্রতিনিধি, ইন্দোর – রবিবার ইন্দোরে হোলকার ক্রিকেট স্টেডিয়মে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে। তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ৪০০ রান।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৮(১২) রান তুলে সাজঘরে ফেরেন। তবে আরেক ওপেনার শুভমন গিল বাইশ গজে ঝড় তোলেন। ৯৭ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৬ টি চার ও ৪ টি ছয় দিয়ে। তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার ৯০ বলে ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন।
অধিনায়ক লোকেশ রাহুল ৫২(৩৮) রান, ঈশান কিষাণ ৩১(১৮) রান তুলে সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদব ৩৭ বলে ৭২ রান ও রবীন্দ্র জাডেজা ৯ বলে ১৩ রান তুলে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হেজেলউড ১ টি, শন অ্যাবট ১ টি, অ্যাডাম জাম্পা ১ টি ও ক্যামেরন গ্রিন ২ টি করে উইকেট নেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে ভারত।