সরকারি জমি থেকে নির্দ্বিধায় চলছে মাটি কাটার কাজ , দুষ্কৃতীদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ আদিবাসীদের

জানুয়ারী ৩১, ২০২৩ দুপুর ১১:৩৫ IST
63d8a24a39acf_IMG_20230130_181931

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছুদিনের জন্য জমি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ ছিল ৷ কিন্তু ফের তারা সক্রিয় হয়ে উঠেছে ৷ প্রকাশ্যেই চলছে মাটি পাচার সহ বিক্রয় ৷ মেশিনের সাহায্যে দেদার চলছে মাটি কাটা। ঠিক এই ঘটনা পরিলক্ষিত হল আসানসোলের পাঞ্জাবি পাড়ায়। সরকারি পাট্টা প্রাপ্ত জমির অবৈধ দখলের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করল স্থানীয় আদিবাসীরা।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

স্থানীয় সূত্রে জানা গেছে , বিগত কয়েক দশক ধরে আদিবাসীরা সেই এলাকায় বসবাস করছেন, তাদের কাছে সরকারের বৈধ কাগজপত্র রয়েছে। তা সত্ত্বেও নির্দ্বিধায় চলছে জমি বিক্রয় ,অবাধে জমি কেটে মাফিয়ারা কড়া দামে সেই জমি বিক্রি করছে। এই দৃশ্য শুধুমাত্র পাঞ্জাবি পাড়ায় নয় আসানসোলের একাধিক জায়গায় পরিলক্ষিত হচ্ছে।আজ এক জমি মাফিয়ার দল পাঞ্জাবিপাড়া অধ্যুষিত এলাকায় জেসিবি সহকারে জমি দখল করতে আসলে স্থানীয় আদিবাসীরা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে ।শুরু হয় একাধিক বাকবিতণ্ডার। যার ফলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সমগ্র এলাকা জুড়ে।

এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, কোন রাজনৈতিক দলের সাহায্যে জমি মাফিয়ারা নির্দ্বিধায় -নির্ভয়ে এই কাজ করে চলছে। এমনকি জেসিবিসহ একাধিক মেশিন নিয়ে তারা জমি দখলে উপস্থিত হয়েছেন। স্থানীয় আদিবাসীদের কাছে সরকারি বৈধ কাগজপত্র থাকলেও তা মানতে চাইছে না জমি মাফিয়ারা। এর বিরুদ্ধে আজ তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ভিডিয়ো

Kitchen accessories online