নিজস্ব প্রতিনিধি, নদীয়া - ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। হাঁসখালির ঘটনায় গত কয়েক মাস ধরেই উত্তাল ছিল গোটা বাংলা। সেই উত্তাপ কিছুটা ঠান্ডা হতে না হতেই ফের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের প্রাক্তন এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রত্নাকর দের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনার প্রসঙ্গে খোদ নির্যাতিতা নাবালিকা জানিয়েছেন,' দারিদ্র্যের কারণে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লক তৃণমূল তৎকালীন সভাপতি রত্নাকর দে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে বলেন। তখন সাহায্যের নাম করে কেতুগ্রাম পুরনো বাজারের কাছে ভাড়া বাড়িতে, কখনও কাটোয়ায় লজে ডেকে পাঠায় ওই তৃণমূল নেতা। সেখানে একাধিকবার ধর্ষণ করে। এমনকি এই বিষয়ে কাউকে কিছু জানালে পরিবারের সদস্যদের খুন করার দেওয়ার হুমকিও দেয়। সে কারণেই অভিযুক্ত তৃণমূল নেতার ভয়ে তার হাত থেকে বাঁচার জন্য কেতুগ্রাম থেকে বাবা-মাকে নিয়ে পালিয়ে চলে আসি নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। সেখানেও গত ২২ মে দু’জন অপরিচিত ব্যক্তি ওই হাঁসখালি থানা এলাকার কেতুগ্রাম ফিরে যাওয়ার জন্য হুমকি দেয়'।
অন্যদিকে আরও অভিযোগ উঠেছে জোর করে একাধিক সাদা কাগজে ও স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেয় ওই তৃণমূল নেতা। পরে স্থানীয় একটি লজে তাকে বউ সাজিয়ে সেই ছবিও তুলে রাখে। পরে তরুণীকে স্ত্রী বলে দাবি করে। যাতে কখনও ধর্ষণের অভিযোগ করতে না পারে তরুণী।
পরবর্তীতে ভয়ে ভয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠলে বাধ্য হয়ে নদীয়ার হাঁসখালি থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। এরপরই অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এবিষয়ে অভিযুক্তকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে