নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়িতে অনুষ্ঠিত হবে বিধানসভা উপ-নির্বাচন। ধূপগুড়ি কেন্দ্রকে বাগে নিতে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বাম-বিজেপি-তৃণমূল। চলছে জোর কদমে প্রচারও। এদিন প্রচারের শেষ লগ্নে জনসভা থেকে মমতাকে নজিরবিহীন আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এমনকি এও দাবি করলেন 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায় সহ ডাবল ইঞ্জিন সরকারের'।
এদিন ধূপগুড়ির প্রচার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী প্রথমেই বলেন,' নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াই মোদিজীর মূল লক্ষ্য। তাই ধূপগুড়িতে বীর নারীকে প্রার্থী করা হয়েছে। এদিকে অপর্দাথ পিসি ভাইপো ধূপগুড়ির মত গুরুত্বপূর্ণ জায়গাকে এখনও মহকুমা করেনি। এমনকি এখনকার হাসপাতালের এমন অবস্থা সেখানে রোগী গেলে তাকে রেফার হতে হয়। আর না হলে পথেই মরতে হয়। মোদির বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতও লাগু করতে দেয়নি উনি। ক্যলানীতে দেখুন , এইমসে বিশ্বমানের চিকিৎসা হয়। উওরবঙ্গেও এইমসের জন্য জায়গা চেয়েছেন কিন্তু উনি জায়গা দেবেন না। আসলে উনি উত্তরবঙ্গে এইমস হোক চান না'।
এদিন ইন্ডিয়া জোটের মেগা বৈঠককে কটাক্ষ করে শুভেন্দু বলেন,' লোকসভা নির্বাচনকে সামনে রেখে মূলায়ম সিং , লালু প্রসাদ যাদব , ২, ৩ , ৪ জি পার্টি এক হয়েছে। এরা হচ্ছে পরিবারবাদী পার্টি। মোদিজি এদের চুরি ধরে ফেলেছে তাই পরিবারবাদীরা এক হয়েছে মুম্বাইতে। সেখানে আজ তৃতীয় মোচ্ছব পার্টি হচ্ছে। এখানেও নির্মল রায়কে প্রার্থীকে করেছে তৃণমূল। ওনাকে ভোট দেওয়া মানে পার্থ-কেষ্টকে ভোট দেওয়া'।
এরপরেই একযোগে মমতা সহ অভিষেককে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন,'সারদা , রোজভ্যালির টাকা ঝেড়ে দিয়েছে। এখন সব খাচ্ছে ডিয়ার লটারি।এটা আসলে ভাইপো লটারি। গত পঞ্চায়েতে দেখেছেন এরা ব্যালটও খেয়েছে। আর মুখ্যমন্ত্রীতো সরস্বতী মন্ত্র , চন্ডী মন্ত্রও ভুল বলেন। উনি আসলে তারকাটা , অশিক্ষিত মুখ্যমন্ত্রী। কোন রাজ্যে আমরা আছি। ভাবতে পারেন , বলে একটা পা নাকি রাজবংশী আরেকটা নাকি মতুয়া। আসলে বলতে গিয়ে ভুলে গিয়েছিলেন , তাই ব্রেক ফেল করে গেছেন। আর আমরা প্রতিবাদ করায় বলেছেন ওভাবে বলতে চাইনি'।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে