নিজস্ব প্রতিনধি, কলকাতা - প্রায় দুই দিন পর মুক্তি পেলেন এসএসকেএমের নার্সিং সুপার। এসএসকেএমের ১১ জন নার্সকে বদলি করার অভিযোগে গত শনিবার থেকে নার্সিং সুপারকে ঘেরাও করে প্রতিবাদ অনশনে বসেন এসএসকেএমের বাকি নার্সরা। সোমবার পুলিশি তৎপরতায় ঘেরাও মুক্ত হন নার্সিং সুপার।
বিক্ষোভরত একজন নার্স অমৃত বাজারের সাংবাদিককে জানান যে, কয়েকদিন আগে অনৈতিকভাবে তাদের ১১ জন নার্সকে বদলি করা হয়েছে এবং তিনমাস আগের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বেতন না বাড়ানোয় তারা অনশন বিক্ষোভে শামিল হয়েছেন। অবিলম্বে রাজ্য সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নার্সদের বেতন যদি দেওয়া না হয় এবং এই অনৈতিক বদলির আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের স্বাস্থ্যবিভাগকে। তবে এই ব্যাপারে এসএসকেএম কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী