নিজস্ব প্রতিনিধি , ঢাকা - শত চেষ্টা শেষেও ফের একবার ব্যর্থ হলেন সকলের পরিচিত হিরো আলম। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পরাজিত হয়েছেন। একতারা চিহ্নে ভোট নির্বাচনে তিনি প্রচার করেছিলেন বহু জায়গায় শুধু তিনিই নয় ,তার সঙ্গে তার বাবাও জোর কদমে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলের প্রচার করেছিলেন।কিন্তু সব চেষ্টাই যেন বিফল!নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র হিরো আলম ফেসবুকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জয়ী হতে গেলে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।সেই অনুযায়ী, জয়ীযুক্ত হতে হিরো আলমের দরকার ছিল ১১ হাজার ৪৬৮ ভোট। কিন্তু, তিনি পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট। ফলে তিনি হেরে গেছেন। তবে,শুধু হিরো আলম নন, এই আসনে আরও আটজন প্রার্থী পরাজিত হয়েছেন।
তারা হলেন- সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। তিনি লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৯৫ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম বটগাছ প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট, জাকের পার্টির মো. ফয়সাল বিন শফিক গোলাপ ফুলে পেয়েছেন ৪১৭ ভোট, জাসদের ইমদাদুল হক ইমদাদ পেয়েছেন পেয়েছেন ১ হাজার ৩৪০ ভোট, গণফ্রন্টের আফজাল হোসেন মাছ প্রতীকে পেয়েছেন ১৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাসুদার রহমান হেলাল আপেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট, রাবিক হাসান কুমির প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৯ ভোট, সরকার বাদল কুড়াল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট।
এই বিষয়ে রাত সাড়ে ৯টা নাগাদ হিরো আলম তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন," আজ রাত ১০ টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করবো আমার নিজ বাড়িতে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি এই ফলাফল মানি না, এসব অনিয়মের বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেওয়া হয়নি। তবে ফলাফলের বিরুদ্ধে আদালতে যাব। ১০টি কেন্দ্রের ভোটগণনা বাদ দিয়েই ফলাফল দিয়েছে প্রশাসন। এই কেন্দ্রগুলোতে কত ভোট পেয়েছি তা জানানো হয়নি আমাকে।"
সেই সঙ্গে তিনি ‘সদরের ভোট নিয়েও অভিযোগ রয়েছে। লাহেরি পাড়ায় আমার এজেন্টকে ঢুকতে দেয়নি। তানসেনের কোনো নাম-গন্ধই ছিল না। তাকে পাস করানো হয়েছে।’হিরো আলমের অভিযোগ, ‘কিছু কিছু শিক্ষিত লোক আমাকে মেনে নিতে চান না। তারা ভাবেন, আমি পাস করলে দেশের সম্মান যাবে, অনেকের সম্মান যাবে। অফিসারদের লজ্জা যে হিরো আলমকে স্যার বলে সম্বোধন করতে হবে। সেজন্যই আমাকে জিততে দেওয়া হয়নি।মহাজোটের প্রার্থী মশাল মার্কা কোনো কেন্দ্রে ৫০০ ভোট পেলে আমি ২৮ ভোট পাওয়ার প্রশ্নই ওঠে না। শহরের মধ্যে আমি একটু আশঙ্কায় ছিলাম। এজন্য বাসায় সংবাদ সম্মেলন করছি।
যদিও ভোট শুরুর পর থেকেই গুড়া সদর আসনের স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কিছু কেন্দ্রের বিষয়ে এমন অভিযোগ থাকলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে কাউকে পায়নি।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
নিলর্জ্জ , বিপর্যয়ের সময় মুখে হাসি থাকে কি করে , দিব্যাঙ্কাকে তীব্র কটাক্ষ নেটিজেনদের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
জীবনের শেষ দিন পর্যন্ত নারীত্বের জয়গানকে রুপোলি পর্দায় তুলে ধরার চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রদীপ সরকার