স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবিভিপি

মার্চ ২০, ২০২৩ বিকাল ০৬:৪৬ IST
64184b73099a3_IMG_20230320_173059

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - লাগাতার আন্দোলনে জেরবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।গত বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ৷এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও ফের উপাচার্য নিয়োগ করা হয়নি বিশ্ববিদ্যালয়ে।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এখন প্রায় অচলাবস্থা। তাই স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো এবিভিপি।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর , আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যায় এবিভিপির সদস্যরা।এরপর প্রশাসনিক ভবনের সামনে শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।এবিভিপির অভিযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। রেজিস্ট্রার ও অর্থ আধিকারিক সহ একাধিক পদ শূন্য। অবিলম্বে স্বচ্ছভাবে উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।

এই বিষয়ে এবিভিপির রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। বিদ্যুৎবিল বকেয়া, জ্বালানির অভাবে বন্ধ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস পরিষেবা।এদিকে শিক্ষার্থীরা খাবার পাচ্ছেন না। অবিলম্বে উপাচার্য নিয়োগ না হলে বিক্ষোভ চলবে।তা না হলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিয়ো

Kitchen accessories online