প্রয়সী দেবলীনার জন্মদিন , আবেগঘন পোস্ট গৌরবের

ডিসেম্বর ০৭, ২০২২ রাত ১২:২২ IST
638f564085d37_IMG_ORG_1625039218887

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমারের জন্মদিন । বিশিষ্ট এই তারকার ২৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইতিমধ্যেই তার অগণিত অনুরাগী তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন । কিন্তু স্ত্রীর এই বিশেষ দিনে নিজের সমাজ মাধ্যম থেকে তাদের কিছু স্পেশাল মুহূর্তের ছবি সহ একটি আবেগঘন পোষ্টের মাধ্যমে অভিনেত্রীকে তার জন্মদিনের শুভকামনা জানালেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে । দেবলীনার স্বামী গৌরবের এহেন উদ্যোগে উচ্ছ্বসিত তাদের সকল অনুরাগীরা । 

বর্তমানে টলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন দেবলীনা কুমার । ছোট পর্দা দিয়ে অভিনেত্রী তার কর্মজীবন শুরু করলেও বর্তমানে নানান বাংলা ছবিতে চুটিয়ে কাজ করছেন দেবলীনা । 

তিনি ইতিমধ্যেই তার অভিনয়ের মধ্য দিয়ে সকালের মনে দাগ কেটেছেন । দেবলীনা অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত বিষয়গুলির কারণেও চর্চায় থাকেন।

তিনি গত বছরের ডিসেম্বর মাসে জনপ্রিয় চিত্রাভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ।

বাংলা ইন্ডাস্ট্রির অন্যান্য চর্চিত জুটিগুলোর মধ্যে গৌরব-দেবলীনা অন্যতম । তাদের প্রায়শই একই অপরের সঙ্গে নানা ধরণের মজার মুহূর্ত কাটাতে দেখা যায় ।

জনপ্রিয় তারকা দুটি সোশ্যাল মিডিয়া খুললেই তাদের মধ্যে মাখো মাখো সমীকরণের প্রমাণ মেলে।

ফিটনেস গোল এচিভ করা থেকে শুরু করে সাইকেল সফল এই সব কিছুই তাদের মধ্যেকার জমজমাট প্রেমের জানান দেয় ।

আজ দেবলীনার জন্মদিন । অভিনেত্রী আজ তার ২৯তম বর্ষে পদার্পণ করলেন । 

ইতিমধ্যেই দেবলীনার জন্মদিন উপলক্ষ্যে টলি পাড়ার তারকারা থেকে শুরু করে তার অগণিত ভক্তেরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এবার গৌরবকেও তার স্ত্রীর জন্মদিনে একটি আবেগপ্রবন পোস্ট করতে দেখা গেলো যা দেখে তাদের সকল ভক্তেরা উচ্ছ্বসিত হয়েছেন । গৌরব তার সঙ্গে দেবলীনার কিছু বিশেষ মুহূর্তের ছবি তার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। 

গৌরব তার পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন , "এটি স্ত্রীর জন্মদিন এবং তাই জনসমক্ষে কিছুটা স্নেহ প্রদর্শন। শুভ জন্মদিন ডার্লিং।" 

স্বামীর করা এহেন মিষ্টি পোস্টে দেবলীনা আপ্লুত হয়ে গৌরবকে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে লিখেছেন, "থ্যাঙ্ক ইউ বেবি। যে ছবিগুলো পোস্ট করেছো, তার বাছাইয়ের জন্য অনেক ভালোবাসা। খুব ভালো।" 

দর্শকদের এই তারকা দম্পতির উদ্দেশে এটাই কামনা করছেন যেনো তাদের ভালোবাসা এরকমই অটুট থাকে ।

ভিডিয়ো

Kitchen accessories online