নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - এবার থেকে শুধুমাত্র স্ত্রীরা নয় ডিভোর্স মামলায় স্বামীদেরও খোরপোষ দাবি করার স্বীকৃতি দিল বোম্বে হাইকোর্ট। শনিবার বোম্বে হাইকোর্টের আওরঙ্গাবাদ বেঞ্চের তরফ থেকে রায় জানানো হয়েছে।
কয়েক বছর আগে স্কুলশিক্ষিকার প্রাক্তন স্বামী বোম্বে হাইকোর্টে খোরপোষের আবেদন করলে শনিবার তাতে সম্মতি জানায় বোম্বে হাইকোর্টের আওরঙ্গাবাদ বেঞ্চ। এমনকি আগামী দিন থেকে স্বামীরা চাইলে আবেদন করতে পারে বলেও জানিয়েছে হাইকোর্ট।
মামলার বিষয়ে বোম্বে হাইকোর্টের বিচারপতি ভারতী ডাঙ্গর বলেছেন,'১৯৫৫-র হিন্দু বিবাহ আইনের ২৪ ধারা অনুযায়ী স্বামীরা অন্তর্বর্তী খোরপোষ সম্পর্কে সঠিক নির্দেশ দেওয়া হয়েছে। স্বামীদেরও অন্তর্বর্তী খোরপোষ পাওয়ার অধিকার রয়েছে। তাই আইনের ২৪ ও ২৫ ধারার ভিত্তিতে নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে যার আর্থিক স্থিতি সঙ্গতিহীন তিনি খোরপোষের দাবি জানাতে পারবে'।
উল্লেখ্য , ২০১৫ সালে নানদেদ আদালতে বিবাহবিচ্ছেদ করেছিলেন দম্পতি। তবে হঠাৎই ২০১৭ সালে প্রতি মাসে স্ত্রীর থেকে ১৫ হাজার টাকা খোরপোষ দেওয়ার আর্জি জানিয়ে নিম্ন আদালতে আবেদন করেন প্রাক্তন স্বামী। এরপরই যতদিন না পর্যন্ত মামলা ফয়সালা হচ্ছে ততদিন স্বামীকে প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে স্ত্রী নিম্ন আদালতের রায় না মানায় পরবর্তীতে স্কুলকে কোর্ট নির্দেশ দিয়েছিল যাতে শিক্ষিকার বেতন থেকে ৫হাজার টাকা কেটে নেওয়া হয়।
এই মামলায় স্ত্রীর অভিযোগ ছিল,' বিবাহ-বিচ্ছেদের দু'বছর পর কি করে খোরপোষ চাইতে পারে তার স্বামী। এছাড়াও স্বামীর নিজস্ব দোকান রয়েছে ও অটো রিক্সা ভাড়া দিয়ে যা আয় হয় তাতে তার ভালো করেই দিন কেটে যায়। তাই অযথা খোরপোষ দেবেন না '। যদিও পরে নিম্ন আদালতকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেছিলেন তিনি।
অন্যদিকে স্বামীর অভিযোগ,' বিয়ের পর স্কুল শিক্ষিকার জন্য স্ত্রীকে সম্পূর্ণরূপে সাহায্য করেছিলেন তিনি। স্ত্রীর ভবিষ্যতের জন্য ঘরের সমস্ত কাজ করতেন বলে বাইরে কোনো রকম রোজগারের সুযোগ পাননি। বর্তমানে বিবাহ বিচ্ছেদের পর শারীরিক ও মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে পরায় এখন নতুন করে আর কাজ করতে পারবেন না। সেই কারণেই খোরপোষ দিতে হবে স্ত্রীকে'।
পরবর্তীতে যদিও স্বামীর তরফেই রায় দেয় বোম্বে হাইকোর্ট। নিম্ন আদালতের এই রায়কে সম্মতি জানিয়েছে বোম্বে হাইকোর্ট। কার্যত এবার স্ত্রীকে স্বামীর দাবি অনুযায়ী আর্থিক সহায়তা করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিন হাইকোর্টের রায় প্রসঙ্গে রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারক ডক্টর নীহাররঞ্জন ঘোষ বলেছেন,' এটি অবশ্য একটি উল্লেখযোগ্য ঘটনা। আর পাঁচটা রায়ের থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। তাই উচ্চ আদালত যে রায় দিয়েছেন সেই বিষয়ে আমাদের বিস্তারিত খতিয়ে দেখতে হবে'।
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা
সঙ্কটে পড়ল কলকাতা ময়দানও
বিশেষ কপ্টার উপহার , জরুরি সময়ে ত্রাণ , তারপরেও চীনা প্রস্তাবে সায় লঙ্কার
স্বাধীনতা দিবস কাটতেই ফের তৃণমূলকে কোনঠাসা করতে পথে বঙ্গ বিজেপি