দ্বিতীয়বার দমকল মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে প্রতিক্রিয়া সুজিত বসুর

মে ১১, ২০২১ বিকাল ০৬:০৯ IST
609a758a97e8e_Screenshot_20210511-171849_WhatsApp

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক - গত সোমবার রাজভবনে মিটেছে মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। পুনরায় দমকল বিভাগের দায়িত্ব পেলেন সুজিত বসু। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য দমকল বিভাগটি নিজের দখলে রাখলেন তিনি।

সোমবার দায়িত্বভার গ্রহণ করে মঙ্গলবার সল্টলেকের দমকল দফতরে হাজির হলেন সুজিত বসু। নিজ দফতরে এসে সাংবাদিকদের তিনি জানালেন, "দমকল বিভাগের কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং। শুধুমাত্র আগুন নেভানোর কাজ দমকল করে না। করোনা মোকাবিলায় শহর জুড়ে স্যানিটাইজেশন করা হয়েছিল দমকলের সাহায্যে।"

তিনি আরও জানিয়েছেন, "প্রতিটি মুহুর্তে থাকে জীবনের ঝুঁকি। আমফানের সময়ও দমকল বিভাগ যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছিল। সেই কাজ করতে গিয়ে একজনের প্রাণও চলে যায়।"

গত সোমবার ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন, সেই মতোই কাজ করার অঙ্গীকার করেন তিনি । পাশাপাশি দমকল দফতরের মন্ত্রী হিসেবে করোনা মোকাবিলাকে এই মুহুর্তে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন সুজিত বসু।

ভিডিয়ো

Kitchen accessories online