অবাককান্ড! ইউটিউব দেখে নিজের বাচ্চার ডেলিভারি নিজেই করলেন ১৭ বছরের কিশোরী

অক্টোবর ২৯, ২০২১ দুপুর ১১:৩৮ IST
617ae2536450f_file-20210930-22-wgb0x

নিজস্ব প্রতিনিধি, মালাপ্পুরম - ইউটিউব আমাদের এখন নানান সময়, নানান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছে। এক কথায় বলতে গেলে, নিজস্ব গৃহশিক্ষক। তবে এই বিষয়ে কিছুটা অপব্যবহার করলো, কেরলের মালাপ্পুরম জেলার ১৭ বছরের এক কিশোরী। জানা গিয়েছে, কিশোরী যে অন্তঃসত্ত্বা, এটি তার বাবা-মা একেবারেই টের পায়নি। সকলের চোখ এড়িয়ে ইউটিউব দেখে বাচ্চা জন্ম দিয়েছে সে, তবে এর ফল খুব একটা ভাল হয়নি। এই ঘটনাটিকে কেন্দ্র করে নেট দুনিয়া সহ কেরলে গড়ে উঠেছে এক বিশাল চাঞ্চল্য।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা ২১ বছরের এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ওই নাবালিকার। ফলস্বরূপ, শারীরিক সম্পর্ক গড়ে ওঠার দরুন অন্তঃসত্ত্বা হয়ে ওঠে এই কিশোরী। লোকলজ্জা এবং ধরা পড়ার ভয়ে সবকিছু গোপন রেখে, মা-বাবার দৃষ্টি এড়িয়ে অক্টোবরের ২০ তারিখ ইউটিউব দেখে নাবালিকা বাচ্চা জন্ম দেয়। এরপরই নিজেকে তিন দিন অব্দি অনলাইন ক্লাসের নামে, পুরোপুরি ঘরবন্দি করে ফেলে। প্রসবের পর ওই কিশোরীর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর, ঘটনার কথা জানতে পারেন তার মা। বিষয়টিকে গোপন রাখার জন্য প্রেমিকের কথায় এই পদক্ষেপ গ্রহণ করে যুবতী। মা অন্ধ হওয়ায় এবং পিতা পেশা সূত্রে বাড়িতে না থাকায় এই ঘটনা ঘটাতে তার আরও বেশি সুবিধা হয়।

ইতিমধ্যে, সন্তান প্রসব করার ঠিক তিন দিন পর, কিশোরীকে উদ্ধার করা হলে মা ও শিশুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে সেখানে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মা ও শিশু। হাসপাতালের পক্ষ থেকে পুরো ঘটনা শিশু কল্যাণ কমিটিকে জানানো হলে কমিটি থেকে, পুলিশকে পুরো বিষয়টি খোলাসা করে জানানো হয়। পুলিশের মতে, অভিযুক্ত যুবক বিপদের মুখে পড়বে তা বুঝতে পারায়, কিশোরীকে এই কাজে এগিয়ে দেয়। তবে এক্ষেত্রে, কিশোরীর মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শিশু কল্যাণ কমিটি। ৯ মাস ধরে অন্তঃসত্ত্বা থাকা সত্বেও কিভাবে তার বাবা-মা তা বুঝতে পারল না? পুলিশ তদন্ত করলে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে।

ভিডিয়ো

Kitchen accessories online