আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সংযুক্ত মোর্চা তথা সিপিআইএম প্রার্থী শিশির কুমার পাত্রের সমর্থনে নির্বাচনী সভায় আসেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র।
সভায় তৃণমূল-বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন ,"মোদি আর দিদির কথার কোন মূল্য নেই আমার কাছে। প্রতিদিনই তারা মিথ্যে কথা বলে। ওদের সময় হয়েছে মে মাসের ২ তারিখের পর বিশ্রাম নেওয়ার।
শিশির অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি জানান," সব তৃণমূল নেতা এখন বিজেপিতে যাচ্ছে। আগে ওর ছেলে গেছে, এখনো ও যাচ্ছে। এসব নিয়ে আমার মাথাব্যথা নেই।"
এছাড়াও সারদা কাণ্ড নিয়ে তিনি মন্তব্য করেন। তার বক্তব্য," সবাই সবাইকে চোর বলছে ।আমার আর বলার দরকার কি?"
“আমাদের শ্লোগানটা হচ্ছে ইতিবাচক। আমাদেরকে কি করতে হবে আমরা সেটা নিয়ে ভাবি” বলে মন্তব্য করলেন তিনি।