নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ রবিবারের প্রচারে ঝাঁপালেন শুভেন্দু অধিকারী। একইদিনে জোড়া সভা করে মমতার ভাষাতেই মমতাকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু। আজ প্রথমে আলিপুরদুয়ারের কালিচিনি তারপর মাদারীহাটে সভা করলেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতি সহ সবজির আগুনে দাম , ওহে নন্দলাল বলে মুখ্যমন্ত্রীর ভাষাতেই কটাক্ষ করলেন শুভেন্দু।এদিন আলিপুরদুয়ারের দুই জায়গায় জনসভা করেছেন। প্রথমে তিনি বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে মাদারিহাটের বীরপাড়া জুবিলী ক্লাব ময়দানে নির্বাচনী সভা করেন।পরবর্তীতে কালচিনির শুভাষিনী টি গার্ডেন মাঠে নির্বাচনী সভা করেন।
এদিন শুভেন্দু বলেন, 'এবার চোরদেরকে পঞ্চায়েত থেকে উৎখাত করতে হবে। মানুষের শৌচগার তৈরির টাকাও তৃণমূল লুটেপুটে খেয়ে নিয়েছে। তাই কোনওভাবেই এদের এবার ভোট দিয়ে জেতানো যাবে না। এবারের ভোটে ঐক্যবদ্ধ হয়ে আগামী শনিবার বিজেপিকে ভোট দিতে হবে। ২০১৮ সালে আমি তৃণমূলে ছিলাম, মন্ত্রী ছিলাম। জোর করে আলিপুরদুয়ার জেলা পরিষদ দখল করা হয়েছে। আপনাদের মতামতকে এরা কোনও গুরুত্ব দেয়নি। তাই বলব বিজেপিকে ভোট দিন। বিজেপির পঞ্চায়েত মানের জনগণের পঞ্চায়েত।'
বিরোধী দলনেতা বলেন, 'কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তৃণমূল সাফ হয়ে যাবে। সেই কারণে বুথে সে কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহে কেন্দ্রীয় বাহিনী মামলার শুনানি রয়েছে। আমাদের বিশ্বাস, আদালতের রায়ে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হবে।'
তিনি বলেন, 'রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য 'চা সুন্দরী 'প্রকল্পের নামে যে ঘর তৈরি করে দিচ্ছে, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। পিসি-ভাইপোর চুরি করার জন্য সেটা টাকা ভেঙে এই নতুন প্রকল্প তৈরি করা হয়েছে। সব ভোট এবার বিজেপিকে দিতে হবে। এটা মাথায় রাখবেন।'
প্রসঙ্গত , এদিনই সকালে শুভেন্দু অধিকারী ট্যুইটে কটাক্ষ করে লেখেন, ‘আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সঙ্গে মোদিজির দেওয়া বিনা পয়সার চাল? একমাস আগের বাজার দরের সঙ্গে বর্তমান বাজার দরের তফাৎ করলে বোঝা যাবে যে, হাটবাজারে আগুন লেগেছে। এটা বললেও বাড়াবাড়ি হবে না যে, সবজির দাম এই মুহূর্তে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। আনাজের দাম নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী অনেক ঢাকঢোল পিটিয়ে টাস্ক ফোর্স গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল হঠাৎ করে বাজার হাটে শাক–সবজির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা। কিন্তু আদতে তার প্রতিফলন কখনই দেখা যায় না।’
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর