সুব্রত সাহার অনেক আগে সাধন পান্ডের মৃত্যু , তারপরেও ভোট হচ্ছে না কেন কমিশনকে চিঠি অধীরের

জানুয়ারী ২৪, ২০২৩ দুপুর ১২:৩৭ IST
63cf740b771b2_n4649110801674539438761ece2da1b651ffd98ea03f3fe443e3993659717d5d5599d1b5b79936f12ebd89c

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুর্শিদাবাদের সাগরদিঘিতে ঘোষণা করা হয়েছে উপ নির্বাচন। তবে মানিকতলার উপ নির্বাচনের কথা ঘোষণা করা হল না কেন? নির্বাচন কমিশনের সেই ঘোষণা নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

মানিকতলা কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ও রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২২-এর ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় সাধন পান্ডের। তারপর অনেকদিন কেটে গেলেও ওই কেন্দ্রে এখনও নির্বাচন করা হয়নি। ফলে ওই এলাকার মানুষের কোনও জনপ্রতিনিধিও নেই।

এদিকে গত মাসেই মৃত্যু হয় সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার। কিন্তু এর মধ্যেই সেই কেন্দ্রে উপনির্বাননের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। অধীর চৌধুরীর দাবি, সুব্রত সাহার অনেক আগে সাধন পান্ডের মৃত্যু হওয়া সত্ত্বেও কেন, সেই কেন্দ্রে ভোট ঘোষণা করা হল না কেন? এই প্রশ্ন তুলেই কমিশনকে চিঠি দিলেন অধীর চৌধুরী। তিনি আবেদনে বলেছেন, দুই কেন্দ্রের একই অবস্থা। তাই নির্বাচন কমিশনের কাছে তার আর্জি সাগরদিঘির পাশাপাশি মানিকতলাতেও নির্বাচন করা হোক।

ভিডিয়ো

Kitchen accessories online