নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামীকাল অর্থাৎ সোমবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। ফলত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ এবং অফিসগুলি। অন্যান্য দিনের তুলনায় মেট্রোতে যাত্রী সংখ্যা কমে যাবে বহু গুনে। সে কথা মাথায় রেখেই নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট মিলিয়ে শহরের জোড়া মেট্রো রুটে মেট্রো পরিসেবা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সারাদিনে মেট্রো চলবে ১৮৮ টি। অন্যান্য কাজের দিনে সংশ্লিষ্ট রুটে চলাচল করে ২৮৮ টি মেট্রো। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নর্থ সাউথ করিডরে ১০০ টি মেট্রো পরিসেবা কমবে। তবে মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানা যাচ্ছে কর্তৃপক্ষ সূত্রে।একইভাবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত রুটে সারাদিনে চলবে ৯০ টি মেট্রো।