নিজস্ব প্রতিনিধি , হাওড়া – গতকাল ছিল দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। এদিন যেমন দেশজুড়ে নানারকম শ্রুতিমধুর খবর শোনা গেছে, তেমনই চলেছে দেদার সুরাপানের আসর। দিনভর দেশপ্রেম দেখিয়ে সন্ধ্যা হতেই চটুল গানে মত্ত হয়ে উঠলেন সেই দেশপ্রেমীরাই। সন্ধ্যার পর মদের নেশায় চললো মহিলাদের কটূক্তি , মারধর। স্বাধীনতা দিবসেই রীতিমতো মহিলাদের বাইরে বেরোনো দায় হয়ে উঠলো। এই অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার লিলুয়া সহ পূর্ব মেদিনীপুরের এগরা। এই ২ ক্ষেত্রেই নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
সূত্রের খবর , এদিন সন্ধ্যায় মদ্যপানের আসর বসে লিলুয়ার বীরাডিঙ্গি পূর্বাপাড়া এলাকায়। সেখান থেকে প্রথমে মহিলাদের কটুক্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে মহিলা সহ তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে গেলে আশেপাশের দোকানেও হামলায় চালায় অভিযুক্তরা। স্থানীয়দের অভিযোগ , প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বেশ কিছু বহিরাগত খোলা জায়গায় মদ্যপানের আসর বসায়। সঙ্গে চলে মহিলাদের খারাপ ইঙ্গিত ও কটুক্তি। ওই এলাকার উপর দিয়ে মহিলারা সন্ধ্যার পর যেতেই পারেন না। এই কথা পুলিশকে বেশ কয়েকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।
অপরদিকে পূর্ব মেদিনীপুরের এগরাতেও একই ছবি সামনে এলো এদিন। মাতালদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেআইনি মদের ঠেক ভেঙে দিল স্থানীয় মহিলারাই। স্থানীয়দের অভিযোগ , দীর্ঘদিন ধরে বেআইনি মদের ঠেক মাথা চাড়া দিয়ে উঠেছে এগরায়। বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। আর তারই প্রতিবাদে এদিন মদের ঠেক ভেঙে দেয় স্থানীয় মহিলারা।
এপ্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভরত মহিলারা জানিয়েছেন, “এই বেআইনি মদের ঠেকের জন্য সংসার তছনছ হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দুষ্কর হয়ে পরে। বাড়ির পুরুষেরা মদ খেয়ে মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে। আজ সহ্যের সীমা অতিক্রম করায় আমরা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। সারাদিন যা ইনকাম করে দিনের শেষে মদ খেয়ে সব উড়িয়ে দিচ্ছে। বাড়িতে কখনো কখনো খাওয়াও জুটছে না সন্তানদের। দিনেরপর দিন এই অত্যাচার মানুষ সহ্য করে পারে না"।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর