নিজস্ব প্রতিনিধি , হুগলী - কয়েকমাস যেতেই ফিরে এলো রিষরার স্মৃতি। গোষ্ঠী সংঘর্ষে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো হুগলীতে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় কাটোয়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ। বিধ্বস্ত অবস্থা গোটা এলাকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় চলছে পুলিশের রুতমার্চ।
সূত্রের খবর , আজ হুগলীর বাঁশবেড়িয়ায় স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান চলছিল। অভিযোগ সে সময় এক সম্প্রদায়ের মানুষ জাতীয় পতাকা ফেলে দেয়। এই ঘটনা ঘিরে প্রথমে শুরু হয় বিবাদ। যা মুহূর্তেই রণক্ষেত্রের আকার নেয়। মিনিট দশেকের মধ্যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় এলাকায়। দোকানে দোকানে চলে তান্ডব। একেরপর এক বাড়ি ভাঙচুর , গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে হুগলী গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে শুরু হয় বেধড়ক লাঠিচার্জ। দুস্কৃতীরা পাল্টা পুলিশের উপর ইটবৃষ্টি শুরু করে। এরপরই পুলিশ মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল ফাটায়। এভাবে প্রায় ঘন্টা খানেক তান্ডবের পর দুস্কৃতীরা পিছু হটে। গোটা এলাকায় দখল নেয় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রয়েছে বিরাট বাহিনী। এমনকি চলছে পুলিশের রুটমার্চও।
এপ্রসঙ্গে পুলিশ সুপার আমান দীপ জানিয়েছেন,'পরিস্থিতি ঠিক রাখতে এখন পুলিশের টহলদারি চলবে। বেশ কয়েকজন সিনিয়র আধিকারিক আছেন। মানুষের নিরাপত্তার জন্য কিছুক্ষণ ট্রেন বন্ধ রাখা হয়েছিল তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। গোটা বিষয়ে কড়া নজরদারি রাখা হয়েছে। অশান্তি আর ছড়াবে না। বেশ কয়েকজন দুস্কৃতীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলবে'।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর