নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া – রোগী মৃত্যুর জেরে উত্তাল বাঁকুড়ার বেসরকারী নার্সিংহোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে। আর এর কারণে চিকিৎসার দেরি হওয়ায় শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় রোগীর। এরপরেই নার্সিংহোমে বিক্ষোভ করে মৃত রোগীর বাড়ির লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোলে।
সূত্রের খবর , বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোলের বাসিন্দা পার্শ্বলা মন্ডল। বয়স ৬২। গত ১০ই সেপ্টেম্বর পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে বাঁকুড়ার একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি হন। এরপর স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি নিলেও তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকে নার্সিংহোম কর্তৃপক্ষ।
এরপর শুক্রবার পার্শ্বলাদেবীর শারীরিক অবস্থার অবনতি হলে রোগীর পরিজনেরা তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের অনুমতি আসেনি এই বলে ওই রোগীকে ছাড়তে চায়নি নার্সিংহোম থেকে। এরপর আজ সকালে মৃত্যু হয় পার্শ্বলা মণ্ডলের। যার জেরে নার্সিংহোমে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
এরপর রোগীর পরিজনদের বিরুদ্ধে নার্সিংহোম ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে নার্সিংহোমে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি , ওই রোগীর ক্ষেত্রে কোনও টাকা দাবি করা হয়নি। রোগী আটকে রাখার অভিযোগও অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের পাল্টা অভিযোগ , রোগীর শারীরিক অবস্থার কথা চিন্তা করে নার্সিংহোমই রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু রোগীর পরিজনেরা তা করেনি।
মৃতের ছেলে উসমান আলি মণ্ডল বলেন, “পায়ে ব্যথা নিয়ে মাকে এখানে ভর্তি করি। ডাক্তারবাবু বললেন অপারেশন করতে হবে। পরের দিন কর্তৃপক্ষ বলল মায়ের শারীরিক অবস্থা ভাল না। আইসিইউতে রাখতে হবে। প্রতিদিন চারহাজার টাকা দিতে হবে। আমরা গরিব মানুষ। এতটাকা দিতে পারব না। নার্সিংহোমকে জানাই রোগীকে ছেড়ে দিতে অন্য হাসপাতালে ভর্তি করাবো। ওরা আজ ছাড়ছি-কাল ছাড়ছি বলে ছাড়ল না। বলল কার্ডের অ্যাপ্রুভাল আসেনি। আজ সকালে মা মারা গেল।”
তবে নার্সিংহোমের ম্যানেজার উদ্দালক লাহিড়ী এই অভিযোগ অস্বীকার করে। তিনি বলেন, “ওনাদের কাছ থেকে কোনও টাকা চাওয়া হয়নি। ওনারা শুধু স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চলে যেতে চেয়েছিলেন। সেইটাই বারণ করা হয়।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর