পুরনো স্মৃতিচারণ ধর্মেন্দ্রর

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ০৯:৩৩ IST
651588e0a18ff_Screenshot_2023-09-28-19-27-22-20_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - একটা সময় রুপোলি পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন অভিনেতা ধর্মেন্দ্র। সৌন্দর্য আর অভিনয়ের মাধ্যমে অচিরেই ভক্তদের মনে স্থান করে নিয়েছিলেন। এখনও বিভিন্ন ধারার চরিত্রে দেখা মেলে তার। সম্প্রতি রকি অওর রানি কি প্রেম কাহানি ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা। এবার নাকি রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে।

তবে বর্তমানে বর্ষীয়ান এই অভিনেতা অসুস্থ। কিছুদিন আগেও রুটিন চেকআপের জন্য পুত্র সানি দেওল তাকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। এবার ফের ফলে অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা। এদিকে এরই মাঝে সম্প্রতি প্রয়াত তারকা প্রাণের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন ধর্মেন্দ্র যা সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে সোফায় হেলান দিয়ে বসে রয়েছেন প্রাণ। তার মুখের সামনে ঝুঁকে পরে কিছু বলছেন ধর্মেন্দ্র। প্রাণ একটা হাত অল্প তুলে যেন কিছু বোঝানোর চেষ্টা করছেন। আর দুই তারকার মুখই হাসিতে উজ্জ্বল। পুরনো স্মৃতি চাগর দিয়ে সেই ছবি পোস্ট করে ধর্মেন্দ্র ক্যাপশনে লেখেন, 'অসুস্থ প্রাণ সাহেবের কাছে কিছু দুষ্টুমি ভরা প্রশ্ন…. ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দর মানুষ'।

ভিডিয়ো

Kitchen accessories online