নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সম্প্রতি ক্যানিং মহকুমার তালদি এলাকায় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুরু হল ১ টাকার পাঠশালা।যেখানে প্রতিটি ছাত্র ছাত্রী কে মাসিক বেতন বাবদ ১ টাকা করে দিতে হবে।শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে। প্রতিটি শিশুর জন্য আলাদা আলাদা বই,খাতা,পেনসিল ব্যাগ এমন কি স্কুলের পোশাকও দেওয়া হবে ১ টাকার পাঠশালার তরফ থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বর্তমানে যখন ডিজিটাল ভারত,ডিজিটাল বাংলায় পাকা স্কুলে এবং অনলাইনে পঠন পাঠনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে প্রত্যন্ত প্রান্তিক গ্রামের শিশুরা খেলায় মত্ত। তাদের পরিবারের আর্থিক অনটনের জন্য একবেলা পেটের খাবার জোগাড় করা দায়। সেখানে স্কুলে ভর্তি কিংবা পড়াশোনা ব্যাপারটা নিছক বাহুলতা।স্বেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট বিগত দিনে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে সমাজসেবামূলক কাজ করেছে। সেই সুত্রে বেশকিছু অসহায় অশিক্ষিত মানুষজন তাদের কাছে আবেদন করেছিলেন,এলাকায় যদি শিশুদের বিনাব্যয়ে পড়াশোনার ব্যবস্থা করা হয় তবে ভালো হবে।
প্রান্তিক গ্রামের অশিক্ষিত মানুষের কাছে এমন অভিনব উপদেশ পেয়ে পরিকল্পনা শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার তিন সদস্য শ্রীকান্ত বধূক,ঝর্ণা মন্ডল ও সুদীপ মন্ডল’রা।মাঘী পূর্ণিমার পূণ্যলগ্নে ক্যানিংয়ের তালদি এলাকায় শুরু হয় স্বপ্নের ১ টাকার পাঠাশালা।বর্তমানে তালদি এলাকায় ১ টাকার পাঠশালা ২২ জন ছাত্র ছাত্রী নিয়ে পথচলা শুরু করেছে রবিরার থেকে।ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৪ টে থেকে ৬ টা পর্যন্ত ১ টাকার পাঠশালায় পড়াশোনার কাজ চলবে।প্রতিদিনই দায়িত্বে থাকবেন ৩ জন শিক্ষক শিক্ষিকা।
অন্যদিকে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টর অন্যতম সদস্য শ্রীকান্ত বধূক জানিয়েছেন ‘শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।তারা যদি নিরক্ষর থাকে আমাদের তথা দেশের ক্ষতি। যারফলে অসহায়,দরিদ্র পরিবারের শিশুরা যাতে করে শিক্ষিত হয়ে উঠতে পারে তার উদ্যোগ গ্রহণ করেছি। আগামী দিনে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তিক এলাকায় আরো ১ টাকার পাঠশালা তৈরি করা হবে শিশুদের কথা মাথায় রেখে। ’
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা