নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত জুলাই মাসে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ। এবার এই মামলায় আগাম জামিন পেলেন তিনি। সোমবার বিচারপতি চিত্তরঞ্জন দাস ও পার্থ সারথি ডিভিশন বেঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শর্তসাপেক্ষ জামিন পান।
সূত্রের খবর , সোমবার ধর্ষণ মামলার শুনানিতে বিচারপতি চিত্ত রঞ্জন দাস ও পার্থ সারথির ডিভিশন বেঞ্চ নওশাদকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। সঙ্গে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। নির্দেশ হয়েছে, সপ্তাহে দুবার হাজিরা দিতে হবে নওশাদকে। এছাড়াও তদন্তকারী অফিসারদের যথাযথ সাহায্য করতে হবে।
প্রসঙ্গত , জুলাইয়ের প্রথম সপ্তাহে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন এক যুবতী। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে বউবাজার থানার পুলিশ। সেই মামলার ভিত্তিতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন ভাঙড়ের বিধায়কের। বিধায়কের দাবি ছিল, ইচ্ছাকৃতভাবে এই মামলা করা হয়েছে। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি আইএসএফের পক্ষ থেকেও দাবি করা হয় নওশাদ নির্দোষ।
তবে এই বিতর্ক এখানেই থামেনি। অভিযোগকারীনি ওই যুবতীর পরিচয় নিয়েও বেশ জলঘোলা হয়। আইএসএফের তরফে দাবি করা হয়, ডোমকলের বাসিন্দা ওই তরুণী শহর তৃণমূলের সাধারণ সম্পাদিকা পদে ছিলেন। তৃণমূলের একাধিক কর্মসূচিতে তাঁকে উপস্থিত থাকতে তাঁকে দেখা গিয়েছে। তাই তৃণমূলের সঙ্গে যোগ সাজোশ করে নওশাদকে হেনস্থা করা হচ্ছে। সেই মামলাতেই আগাম জামিন পেলেন নওশাদ।
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার