নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - শ্যুটিং চলাকালীন মর্মান্তিক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার। মূলত অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। তবে আঘাত পেলেও নির্দিষ্ট সময়ে শ্যুটিং শেষ করতে পায়ে ব্রেস পরেই শ্যুটিং করছেন অক্ষয়। স্কটল্যান্ডে ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমার শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনার শিকার হন তিনি। পর্দায় অক্ষয়ের সঙ্গে অভিনয় করছেন টাইগার শ্রফ।
সূত্রের খবর , শ্যুটিং সেটে নিজের স্টান্ট নিজেই পারফর্ম করেন অক্ষয়। সিনেমার এক মারকাটারি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় পায়ের হাঁটুতে আঘাত পান তিনি। এরপরে প্রাথমিক চিকিৎসা নিয়ে শ্যুটিং চালিয়ে যান এই খিলাড়ি কুমার। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পছন্দ করেন তিনি। তাই শিডিউলে এদিক-ওদিক হোক এই বিষয়টি মোটেও পছন্দ নয় অক্ষয়ের।
সেই সময় , টাইগারের সঙ্গেই সিনেমার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন অক্ষয়,এরপরই আহত হন তিনি। আপতত হাঁটুতে ব্রেস পরে শ্যুটিং করছেন। সেই সঙ্গে বর্তমানে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। এই দিকে হাঁটুতে ব্রেস পরেই ক্লোজ আপ শট দিচ্ছেন নায়ক। যেন স্কটল্যান্ডের শিডিউল শেষ করতে কোনো অসুবিধা না হয় তার।
প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেতে চলেছে অক্ষয় অভিনীত ‘বড় মিয়া ছোট মিয়া’। সিনেমায় অক্ষয়, টাইগার ছাড়া আরও অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা পর পৃথ্বীরাজ সুকুমারণ ও জাহ্নবী কাপুর।এই সিনেমা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা। এদিকে অভিনেতার এই ঘটনায় কিছুটা হলেও উদ্বিগ্ন রয়েছেন ভক্তরা।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক