নিজস্ব প্রতিনিধি, বীরভূম - লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি নিজেই ঘোষণা করেছেন তিনি এখনও বিজেপির সক্রিয় সদস্য।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য বিজেপির তরফ থেকে তাকে টিকিট না দেওয়ার কারণেই তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বোলপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার সাথে তিনি যে হলফনামা পেশ করেছেন তা থেকে জানা গেছে তিনি কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটা।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার হাতে ছিল নগদ ৪৫ হাজার টাকা এবং তার স্ত্রীর হাতে ছিল নগদ ৪০ হাজার টাকা। তার নামে ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ২৫ হাজার ২৪৯ টাকা। তার স্ত্রীর নামে ব্যাঙ্কে রয়েছে ২৬ হাজার ২৫২ টাকা। তার স্ত্রীর নামে আইসিআইসিআই প্রুডেনশিয়াল-এ রয়েছে ৪ লক্ষ টাকা। তার নামে কোনো সোনার গয়না না থাকলেও তার স্ত্রীর নামে ২৪৫ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে তার এবং তার স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি রয়েছে ২ লক্ষ ২৫ হাজার ২৪৯ টাকা এবং ১৫ লক্ষ ৪১ হাজার ৬৫২ টাকা।
মনিরুল ইসলামের নামে ১৪১৪ স্কয়ার ফিটের অচাষযোগ্য একটি জমি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য হল ১৫ লক্ষ টাকা। বাড়ি এবং অন্যান্য জমি জায়গা নিয়ে মনিরুল ইসলামের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি একই ক্ষেত্রে তার স্ত্রীর নামে রয়েছে ২১ লক্ষ টাকার সম্পত্তি।
মনিরুল ইসলামের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চমাধ্যমিক পাশ। তিনি ১৯৭৬ সালে রামনগর সহরা ইউনিয়ন হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।লাভপুর এবং বর্ধমান পুলিশ স্টেশনে তার নামে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন।