নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে গোটা রাজ্য জুড়ে চলছে ভারী বৃষ্টি। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক এলাকা। টানা বৃষ্টির জেরে গতকালই বাঁকুড়ায় মাটির দেওয়াল ধসে মর্মান্তিক মৃত্যু হয় ৩ শিশুর। এরমাঝে এদিন পুরুলিয়াতে মৃত্যু হয়েছে ১ জনের , হয় আরও ৪ জন। এই দুর্ঘটনা এড়াতে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বাড়তি সতর্কতা জারি করলো প্রশাসন।
সূত্রের খবর , গতকাল থেকে বাঁকুড়ায় রাতভর চলেছে টানা বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে জল জমেছে একাধিক এলাকায়। এই ঘটনার পর গতকাল রাত থেকেই বাঁকুড়ায় মাইকিং করে সতর্কতা জারি করেছে প্রশাসন। বন্যা পরিস্থিতির জেরে বিষ্ণুপুরে গ্রামবাসীদের অন্যত্র সরানোর কাজ চলছে। দুর্ঘটনা এড়াতে সর্বদা নজরদারি রাখছে প্রশাসন।
অন্যদিকে , টানা বৃষ্টির জেরে পুরুলিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তা জলমগ্ন। সূর্যসেন পল্লিতে একাধিক বাড়িতে জল পর্যন্ত উঠেছে। গৃহবন্দী হয়ে পড়েছেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই পৌরসভার কর্মীরা এলাকা পরিদর্শনে এসে রাস্তা থেকে জল নামানোর প্রচেষ্টা শুরু করেছেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।