শিক্ষাগত যোগ্যতা - অনার্স নিয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট এবং বি.এড পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
বয়স- বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ।
আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুলের সেক্রেটারি মহাশয়ের কাছে । সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত নকল সহ, CV ও পাসপোর্ট মাপের ছবি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়- To The Secretary, Sree Ramkrishna Sishu Tirtha High School, P.O. Dankuni, Hooghly, Pin- 712311. ২৩.০৭.২০২১ তারিখের মধ্যে ।
বিশদে জানতে http://www.srshs.com এই ওয়েবসাইট দেখুন ।
রেল কোচ ফ্যাক্টরিতে (কাপুরথালা) ৫৫০ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে
রেল ওয়েল ফ্যাক্টরিতে ১৯২ জন অ্যাপ্রেন্টিস পদে ছেলেমেয়ে নিচ্ছে
C-DAC- এ প্রজেক্ট অ্যাসোসিয়েট / ম্যানেজার / ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে ৫৭০ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
HPCL – এ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে১১৬ জন লোক নিয়োগ করা হবে
ISRO- তে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট (নন ইঞ্জিনিয়ারিং) অ্যাপ্রেন্টিস পদে১০০ জন লোক নিয়োগ করা হবে
DRDO এর অধিনস্ত INMAS এ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
WBHRB রাজ্য সরকারি হাসপাতালে ১৪৬ টি শূন্যপদে ক্লিনিকাল ইন্সট্রাক্টর পদে ছেলেমেয়ে নিয়োগ করছে
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে ফরেস্ট অফিসার পদে ১৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
কেন্দ্রের বিভিন্ন দফতরে গ্রুপ- এ ও গ্রুপ- বি পদে ১১০৫ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
SECL এ মাইনিং শিরদার ও DY. সুপারভাইজর পদে ৪০৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
মাধ্যমিক পাশে আসাম পুলিশে ২৫৩ টি শূন্যপদে জেল ওয়ার্ডার পদে নিয়োগ করা হবে
বর্ডার সিকিউরিটি ফোর্স সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, কনস্টেবল ও হেড কনস্টেবল পদে ৬৪ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
WAPCOS এ ১২০জন ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ করছে