শিক্ষাগত যোগ্যতা - অনার্স নিয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট এবং বি.এড পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
বয়স- বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ।
আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুলের সেক্রেটারি মহাশয়ের কাছে । সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত নকল সহ, CV ও পাসপোর্ট মাপের ছবি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়- To The Secretary, Sree Ramkrishna Sishu Tirtha High School, P.O. Dankuni, Hooghly, Pin- 712311. ২৩.০৭.২০২১ তারিখের মধ্যে ।
বিশদে জানতে http://www.srshs.com এই ওয়েবসাইট দেখুন ।