হাওড়ার গুলমোহর ময়দান এলাকায় উত্তেজনা

এপ্রিল ১০, ২০২১ বিকাল ০৭:০০ IST
6071a53f9efb4_WhatsApp Image 2021-04-10 at 18.39.19

নিজস্ব প্রতিনিধি, হাওড়া – শনিবার উত্তর হাওড়ার গুলমোহর ময়দান এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লক্ষী সাহনি উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন। 

প্রাক্তন কাউন্সিলর লক্ষী সাহনি ও তার স্বামী সন্তোষ সাহনি বিজেপি প্রার্থী উমেশ রায়কে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থলে থাকা অন্যান্য মহিলাদেরও পুলিশ সেই জায়গা থেকে সরিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতি রয়েছে।

ভিডিয়ো