ভয়াবহ বাস-ট্রাক দুর্ঘটনা, মৃত ২০

এপ্রিল ১৪, ২০২১ বিকাল ০৬:৫৫ IST
6076e59ca7c47_6-bdtype.41

নিজস্ব প্রতিনিধি, মিশর - মিশরে একটি যাত্রীবাহী বাসে ও ট্রাকের দুর্ঘটনায় ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজধানী কায়রো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশের একটি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

গত মঙ্গলবার থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ২০ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যান্ত্রিক ত্রুটির কারণে সিমেন্টবোঝাই ওই ট্রাকটি রাস্তায় থেমে ছিল। এ সময় কায়রো থেকে রওনা দেওয়া যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটিতে আগুন ধরে যায়।

বহু প্রচেষ্টার পর উদ্ধারকারীরা পোড়া বাস থেকে মৃতদেহ ও আহতদের বের করে আনতে পেরেছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ৩৬ টি অ্যাম্বুলেন্স ছুটে যায়। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ভিডিয়ো

Kitchen accessories online