নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুরে। বৃহস্পতিবার, বেলা ১১:৩০ নাগাদ, দুর্গাপুরের ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড এবং মহারাজা কারখানার মাঝে পড়ে থাকা আবর্জনার স্তূপে ভয়াবহ আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা দমকল কর্তৃপক্ষকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন উপস্থিত হয়। দুর্গাপুরের পিসিএল কারখানা কর্তৃপক্ষ এবং দমকলের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার প্রেক্ষিতে ডিভিসি মোড় থেকে এসবি মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা, বেশ কিছুক্ষণ বন্ধ থাকার ফলে ব্যাহত হয় যান চলাচল এবং সমস্যার সম্মুখীন হয় পথচলতি মানুষ থেকে নিত্যযাত্রী সকলেই। তবে জানা যায়নি, কি কারণে আগুন লেগেছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।