নিজস্ব প্রতিনিধি, এজবাস্টনে – শুক্রবার থেকে এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের গত বছর বাতিল হওয়া টেস্ট ম্যাচ শুরু হয়েছে। এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ৭৩ ওভার অর্থাৎ, প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছে ভারত।
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারতের দুই ওপেনার। তবে বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি তারা। শুভমন গিল ১৭(২৪) রান ও চেতেশ্বর পূজারা ১৩(৪৬) রান করে সাজঘরে ফেরেন।
এরপর হনুমা বিহারী ২০(৫৩) রান, শ্রেয়াস আইয়ার ১৫(১১) রান, শার্দূল ঠাকুর ১(১২) রান করে আউট হয়ে যান। বিরাট কোহলি মাত্র ১১(১৯) রান করে বোল্ট হয়ে সাজঘরে ফেরেন। এদিনও তার সেই ব্যাট হাতে ২২ গজে দাপট দেখা গেল না। বলাই বাহুল্য, ফের বিরাট হতাশ করলেন ভক্তদের।
অন্যদিকে ঋষভ পন্থ ১১১ বলে ১৪৬ রানের দাপুটে ইনিংস খেলে নেটিজেনদের মন জয় করে নিলেন। ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা ৮৩(১৬৩) ও মহম্মদ শামি ০(১১)। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ৩ টি, ম্যাথুউ পটস ২ টি, বেন স্টোকস ১ টি ও জো রুট ১ টি করে উইকেট নিয়েছেন।
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল