নিজস্ব প্রতিনিধি, এজবাস্টনে – শুক্রবার থেকে এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের গত বছর বাতিল হওয়া টেস্ট ম্যাচ শুরু হয়েছে। এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ৭৩ ওভার অর্থাৎ, প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিনে ৪১৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। আগের দুই দিনের মতো তৃতীয় দিনেও বৃষ্টির ভ্রুকুটি।
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারতের দুই ওপেনার। তবে বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি তারা। শুভমন গিল ১৭(২৪) রান ও চেতেশ্বর পূজারা ১৩(৪৬) রান করে সাজঘরে ফেরেন। এরপর হনুমা বিহারী ২০(৫৩) রান, শ্রেয়াস আইয়ার ১৫(১১) রান, শার্দূল ঠাকুর ১(১২) রান করে আউট হয়ে যান।
বিরাট কোহলি মাত্র ১১(১৯) রান করে বোল্ট হয়ে সাজঘরে ফেরেন। এদিনও তার সেই ব্যাট হাতে ২২ গজে দাপট দেখা গেল না। বলাই বাহুল্য, ফের বিরাট হতাশ করলেন ভক্তদের। ঋষভ পন্থ ১১১ বলে ১৪৬ রানের দাপুটে ইনিংস খেলে নেটিজেনদের মন জয় করে নিলেন। রবীন্দ্র জাডেজা ১০৪(১৯৪) রানের অসাধারণ ইনিংস খেলে গেলেন। মহম্মদ শামি ১৬(৩১) রান, মহম্মদ সিরাজ ২(৬) রান করেন। জাসপ্রীত বুমরা ৩১(১৬) রান করে অপরাজিত ছিলেন।
এর জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স লিস মাত্র ৬(৯) রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার জাক ক্রাউলি ৯(১৭) রান করে আউট হন। অলি পপ ১০(১৮) রান করে সাজঘরে ফেরেন। ক্রিজে আছেন জনি বেয়ারস্টো ৯১(১১৩) ও স্যাম বিলিংস ৭(১৭)। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা ৩ টি, মহম্মদ শামি ১ টি, মহম্মদ সিরাজ ১ টি ও শার্দূল ঠাকুর ১ টি করে উইকেট নিয়েছেন। তৃতীয় দিনে বৃষ্টির জেরে আপাতত ম্যাচ স্থগিত। এখন ২১৬ রানে পিছিয়ে ইংরেজরা।
ভ্রূণ কান্ডের তদন্তে উচ্চ পর্যায়ের টিম গঠন পুরসভার
‘শিক্ষা চোর গেল, গরু চোর গেল, এবার পরে রয়েছে কয়লা চোর ভাইপো’, তীব্র কটাক্ষ সুকান্তর
৪ মাস কেটে হলেও কথা রাখেনি কর্তৃপক্ষ , কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের
ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু
জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়ালো হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেড
বৈদ্যবাটিতে খেলা হবে দিবসের অনুষ্ঠান থেকে মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর ভাইয়ের
সারের বিরুদ্ধে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পুজারা
২ দিন পলাতক থাকার পর দুর্গাপুর স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত
উত্তরপাড়ার প্রেরণা সংস্থার পক্ষ থেকে গ্রামের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান
'আর কিছুদিন পর নিজেদের জিভই কাটতে হবে',ইদ্রিশকে পাল্টা তোপ বিজেপির
অর্পিতাকে জেরে করে একাধিক তথ্য ইডির হাতে
ফের নিম্নমুখী রুপোর দাম
লক্ষাধিক টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে ডেটা প্রোভাইড করার অভিযোগে গ্রেফতার ক্যাফে মালিক
টেট পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার মামলায় তালিকা তলব বিচারপতির
ফের নিম্নমুখী সোনার দাম