অমৃতবাজার এক্সক্লুসিভ - টলিউডের বহু সিনেমাতে দেখা যায় দুর্গাপুজোয় প্রেমে পড়ছে হিরো হিরোইন। কিন্তু আপনার বাস্তব জীবন একদম অন্য রকম। মনের মধ্যে পছন্দকে চেপে রাখেন। আপনিও চান পুজোয় একসঙ্গে ঘুরতে কিন্তু সঙ্গীকে ঘুরতে যাওয়া কথা বলতে পারেন না অথবা ঘুরতে গিয়েও কিভাবে ক্রাশকে ইমপ্রেস করবেন জানেন না। তাই তাদের জন্য পুজোর আগেই দেওয়া হলো এই সিক্রেট টিপস। এই পদ্ধতিতে চললো মুহূর্তেই আপনার ক্রাশ হয়ে উঠবে আপনার জীবনসঙ্গী।
১) যতটা সম্ভব আপনার মনের মানুষের প্রশংসা করুন। পায়ের জুতো থেকে শুরু করে মাথার চুল লাগানো কিছুই বাদ দেবেন না।
২) পুজোয় ঘুরতে বেরোনোর আগে পছন্দের মানুষের ইনস্টাগ্রাম ,ফেসবুক থেকে তার পছন্দ সম্পর্কে ধারণা নিন। এবং সেই বিষয়ে কথা বলুন ।
৩) এবার ঘুরতে বেরিয়ে এমন কিছু করলো আপনার ক্রাশ যেটা আপনার পছন্দ না ।কিন্তু যদি সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চান যত তাড়াতাড়ি পারেন এগুলোতে অভ্যস্ত হয়ে যান।
৫) পুজোয় ক্রাশের সঙ্গে বেরোলে তার পার্সোনাল ক্যামেরা ম্যান হয়ে যান।এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই।
৬) নিজেকে একটু প্রেজেন্টেবেল রাখুন ক্রাশের সামনে। যেমন - জামা, ঘড়ি, পার্স, জুতো ইত্যাদির খেয়াল রাখুন।
৭) দামী রেস্টটুরেন্ট না নিয়ে গেলেও চলবে। কিন্তু সব সময় তার কথা মন দিয়ে শুনুন। নিজের মতামত দেওয়ার দরকার নেই।বিল অবশ্যই আপনি মেটাবেন। যাতে আপনার ক্রাশ মনে করে আপনি সেন্সেবেল।
৮) কথা বলার সময় চেষ্টা করবেন ভুল বোঝাবুঝি না হয় । আপনার ক্রাশের মতামতকে প্রাধান্য দেবেন। অপর দিকের মানুষটা ঠিক যুক্তি না দিতে পারে ,
সেক্ষেত্রে আপনি বুঝিয়ে বলবেন সে কোথায় ভুল।