নিজস্ব প্রতিনিধি , ঢাকা - সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের পর থেকেই পুরস্কারের বন্যায় ভাসছে বাঘিনীরা। ফের পুরস্কার পেল ২ মহিলা ফুটবলার। নিজ নিজ জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন স্বপ্না রানী রায় ও সোহাগী কিসকু। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থা এবং ঠাকুরগাঁও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। দু'জনকে ১ লাখ টাকা পুরস্কার দেয় জেলা প্রশাসক। এছাড়াও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার এবং পৌর সভার মেয়র তাদের ২০ হাজার টাকা প্রদান করেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।