নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - বুধবার বিজেপর ৪২ তম প্রতিষ্ঠা দিবস। এদিন দলীয় সদস্যদের নিয়ে নিজের বিধানসভা কেন্দ্র তথা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের পার্টি অফিসে জাঁকজমকভাবে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন শুভেন্দু অধিকারী। তবে দলের জন্মদিন উদযাপনের পাশাপাশি শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা।
এদিন জাতীয় পতাকা উত্তোলন করে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার মধ্যে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। এরপর তিনি শাসক দলকে নিশানায় নিয়ে বলেছেন,' সিকিম এবং নাগাল্যান্ডের লটারি দুর্নীতি কান্ডে ইনফোর্সমেন্ট ডিরেক্টর অভিযান চালিয়ে প্রায় ৪১০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। সেই অভিযান যদি পশ্চিমবঙ্গে চালানো হয় তাহলে এর সাথে যে তৃণমূল জড়িত রয়েছে সেটা প্রমাণিত হবে। বাংলার স্টেট লটারি চলাকালীন একটা বড় কর রাজ্য সরকার পেত। কিন্তু পিসি ভাইপো মিলে লটারি বন্ধ করে দিয়েছে। তবে বিধানসভা নির্বাচনের সময় দক্ষিণ ভারতে একটি ডিয়ার লটারিকে আমদানি করা হয়েছিল। সেখান থেকেই ২০০ কোটি খেয়েছে তৃণমূল এবং অনুব্রত এক কোটি টাকা খেয়েছে'।
শুভেন্দু আরও বলেছেন,' তৃণমূল ঠিক করে দেয় কে পাবে আর কে পাবে না। বর্তমানে বাংলায় চাকরি নেই অথচ এই লটারির সঙ্গে বেশ কিছু যুবক জড়িত রয়েছে। আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি যাতে এই প্রতারণার ফাঁদে কেউ যাতে পা না দেয়'।
অন্যদিকে ঝালদায় মৃত কংগ্রেস কাউন্সিলরের বন্ধুর রহস্য মৃত্যুকে কটাক্ষ করে নন্দীগ্রামের বিধায়ক বলেছেন,' তৃণমূলের ১০৮টা তো ১০৮টা পুরসভা লাগবে। বর্তমানে তাদের খিদে এতো বেড়ে গিয়েছে যে সেটা আলসারে পরিণত হয়েছে। আর এই আলসারের একমাত্র ওষুধ সিবিআই। খুনের ঘটনায় প্রসঙ্গে থানার আইসিকে জেরা করলে সে নবান্নের নাম বলবে। আবার নবান্ন পুলিশকে জেরা করলে তারা পিসি ভাইপোর নাম বলবে। এই খুনের ঘটনার পেছনে যে তৃণমূল জড়িত সেটা সকলেই জানে'।
শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হয়েছে
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের